× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

গাঁজা থাকার অভিযোগে চালক-সহকারী গ্রেপ্তার, শ্রমিকদের সড়ক অবরোধ

রাজশাহী সংবাদদাতা

প্রকাশ : ৩১ ডিসেম্বর ২০২২ ২০:৪৮ পিএম

আপডেট : ৩১ ডিসেম্বর ২০২২ ২১:৫৬ পিএম

রাজশাহীতে দুজনকে গ্রেপ্তারের প্রতিবাদে শনিবার বিকালে সড়ক অবরোধ করেন শ্রমিকরা। এসময় তালাইমারি এলাকার সড়কে যানজট তৈরি হয়। ছবি: প্রবা

রাজশাহীতে দুজনকে গ্রেপ্তারের প্রতিবাদে শনিবার বিকালে সড়ক অবরোধ করেন শ্রমিকরা। এসময় তালাইমারি এলাকার সড়কে যানজট তৈরি হয়। ছবি: প্রবা

রাজশাহীর মতিহারে গাঁজা থাকার অভিযোগে এক বাসচালক ও তার সহকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদেরকে গ্রেপ্তারের প্রতিবাদে ও মুক্তির দাবিতে তালাইমারি সড়ক অবরোধ করেন শ্রমিকরা। পরে প্রায় আধঘণ্টার চেষ্টায় তাদেরকে সড়ক থেকে সরিয়ে দেয় পুলিশ।     

শনিবার (৩১ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে দুই সহকর্মীকে গ্রেপ্তারের পর বিকাল সাড়ে ৩টার দিকে সড়ক অবরোধ করেন শ্রমিকেরা।

পুলিশ জানিয়েছে, নগরীর মতিহার থানার রেডিও সেন্টারের উত্তর-পশ্চিমাংশের জমি দখল করে একটি টিনের ঘর বানিয়েছেন শ্রমিক নেতা ফেরদৌস। সেখানে বিশ্রামের পাশাপাশি দিনরাত মাদক সেবন করেন শ্রমিকেরা। শনিবার দুপুর ১২টার দিকে সেখানে অভিযান চালায় পুলিশ। এসময় এসএস ট্রাভেলস নামে একটি বাসের চালক রোমেল ও তার সহকারী সম্রাটকে আটক করা হয়। তাদের কাছে ৫০ গ্রাম গাঁজা পাওয়া যায়। পরে দুজনকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে চালান দেয় পুলিশ। 

বাহিনীটি জানিয়েছে, এরপর থেকেই শ্রমিকনেতা ফেরদৌসের নেতৃত্বে ওই দুজনকে ছাড়াতে তৎপরতা শুরু হয়। তবে পুলিশ কর্ণপাত না করায় বিকাল সাড়ে ৩টার দিকে ফেরদৌসের নেতৃত্বে একদল শ্রমিক বাস নিয়ে তালাইমারি সড়ক অবরোধ করে। পরে পুলিশের আধাঘণ্টা চেষ্টায় শ্রমিকেরা সড়ক থেকে সরে যেতে বাধ্য হয়।

পরিবহন শ্রমিক নেতা ফেরদৌস বলেন, ‘পরিবহনের দুইজন শ্রমিককে পুলিশ অন্যায়ভাবে ধরে নিয়ে ৫০ গ্রাম গাঁজার মামলা দিয়েছে। ওই ঘরে তারা বিশ্রাম করছিল। পুলিশ কথা না শোনায় বাধ্য হয়ে রাস্তা অবরোধ করেন শ্রমিকেরা।’

মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজ উদ্দিন বলেন, ‘৫০ গ্রাম গাঁজাসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়। এর পরিপ্রেক্ষিতে পরিবহন শ্রমিকরা দাবি করে একজনকে ছেড়ে দিতে। অন্যায় আবদার না রাখায় তারা সড়ক অবরোধের চেষ্টা করে। পরে তাদেরকে রাস্তা থেকে সরিয়ে দেওয়া হয়েছে। আসামিদের মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে আদালতে প্রেরণ করা হয়েছে।’


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা