× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

যৌতুকহীন ১০ বিয়ে দিলেন ব্যবসায়ী, খাওয়ালেন ১০ হাজার মানুষকে

নোয়াখালী সংবাদদাতা

প্রকাশ : ৩১ ডিসেম্বর ২০২২ ১৫:২৭ পিএম

আপডেট : ৩১ ডিসেম্বর ২০২২ ১৫:২৮ পিএম

গণবিয়ে উপলক্ষ্য কনেদের সাজানো হয়েছে। ছবি : প্রবা

গণবিয়ে উপলক্ষ্য কনেদের সাজানো হয়েছে। ছবি : প্রবা

নোয়াখালীর সেনবাগের ২০ হতদরিদ্র তরুণ ও তরুণীর যৌতুকবিহীন বিয়ে দেওয়া হয়েছে। এ উপলক্ষে ১০ হাজার মানুষকে খাওয়া হয়। 

শনিবার (৩১ ডিসেম্বর) দুপুর ১টার দিকে সেনবাগ উপজেলার দৌলতপুর গ্রামের ভূঁঞা বাড়িতে মুসলিম রীতিতে এ গণবিবাহ দেওয়া হয়।

এরপর বরদের হাতে স্বাবলম্বী হওয়ার জন্য ৫০ হাজার টাকা ও কনেদের গলায় আটআনা স্বর্ণের চেইন পরিয়ে দেওয়া হয়। পুরো আয়োজনে অর্থায়ন করেন দৌলতপুর গ্রামের বাসিন্দা বিজিএমই পরিচালক ও টিম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আবদুল্লাহ হিল রাকিব।

বিয়ের অনুষ্ঠানস্থল ঘুরে দেখা যায়, কুয়াশামাখা সকালের স্নিগ্ধ সমীরণে আনন্দঘন পরিবেশে যৌতুকবিহীন বিয়ে দেখার জন্য ভিড় করেছেন বহু মানুষ। বিয়ে উপলক্ষ্যে দৌলতপুর গ্রামে ছিল সাজ সাজ রব। আনন্দ, উৎসবের কোনো কমতি ছিল না আয়োজনে। বিয়ের একদিন আগে বিতরণ করা হয় বর-কনের সাজের কাপড়সহ ফুল সাজানি। চট্রগ্রামের ঐতিহ্যবাহী মেজবান খাওয়ানো হয় বর-কনের আত্মীয় স্বজনসহ ১০ হাজার মানুষকে।

মুজিবুর রহমান মামুন নামের এক স্থানীয় বাসিন্দা বলেন, এমন বিয়ে আগে কখনো দেখিনি। আশেপাশের বিভিন্ন এলাকা থেকে অনেক মানুষ এসেছে। রাকিব সাহেব আগে থেকেই এলাকায় দান অনুদান দিয়ে অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন। এবার ১০ জোড়া বিয়ে দিয়ে নতুন রেকর্ড করলেন।

অর্জুনতলা ইউনিয়নের কাজী বেলাল হোসেন বলেন, ‘১০ জোড়া অসহায় বর কনের গণবিয়ে দেওয়া নোয়াখালীতে এবারই প্রথম। যার ফলে আয়োজক আবদুল্লাহ হিল রাকিব সাহেব দুনিয়া ও আখিরাতে লাভবান হবেন।’

কেশাড়পাড় ইউনিয়নের আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দা বর মো. সুমন বলেন, ‘আমি ও আমার স্ত্রী সালমা আক্তার আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দা। আমাদের সামর্থ্য ছিল না এমনভাবে বিয়ের ব্যবস্থা করার। রাকিব স্যার এমন আয়োজন করেছেন এবং নগদ টাকা ও স্বর্ণ উপহার দিয়েছেন।’

সেনবাগ পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের কনে কহিনূর বেগম বলেন, ‘আমার বিয়ের জন্য এমন আয়োজন হবে তা আমি কখনো ভাবি নাই। আপনারা আমাদের জন্য দোয়া করবেন। আমি অনেক খুশী। এমন মূহুর্ত যাদের আসে কেবল তারাই বুঝতে পারে।’

বরের বাবা মো. মিজান মিয়া বলেন, ‘আমি বাবা হয়েও যে দায়িত্ব পালন করতে পারি নাই রাকিব সাহেব সে দায়িত্ব পালন করেছেন। তিনি এখন আমার ছেলের অভিভাবক। যে মেয়েকে আমরা আজ ঘরে নিচ্ছি সে আমাদের মতোই ঘরে থাকবে। আমরা যা খাবো তাই খাওয়াবো।’

গণবিয়ের আয়োজন কমিটির আহ্বায়ক সাংবাদিক এম এ আওয়াল বলেন, ‘আমরা খুঁজে খুঁজে হতদরিদ্র ১০ জোড়া বর কনেকে বিয়ের ব্যবস্থা করেছি। এখানে আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দাও রয়েছেন। রাকিব সাহেব যা করেছেন তা সেনবাগের ইতিহাসে কখনো হয়নি। তিনি একসঙ্গে ১০ হাজার মানুষের মেজবানির আয়োজন করে বিরল দৃষ্টান্ত স্থাপন করেছেন।’

সেনবাগ পৌরসভার মেয়র আবু নাসের ভিপি দুলাল বলেন, ‘দেশে অনেক শিল্পপতি আছেন কিন্তু তাদের মন নাই। রাকিব সাহেবের সেই মন আছে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর। আশা করি আগামী দিনেও এমন মানবিক কাজের ধারা অব্যাহত রাখবেন।’

গণবিয়ের আয়োজক আবদুল্লাহ হিল রাকিব বলেন, ‘সামাজিক মূল্যবোধ ও দায়বদ্ধতা থেকেই এই আয়োজন করা হয়েছে। আল্লাহ পাক কাউকে সামর্থ্য দিয়ে পরীক্ষা করেন কাউকে না দিয়ে পরীক্ষা করেন। আল্লাহ যাকে সামর্থ্য দিয়েছে তার দায়িত্ব হলো যাকে আল্লাহ সামর্থ্য দেননি তাকে সাহায্য করা। নিয়ত করেছি আগামীতেও আমাদের সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে তাদেরকে সহায়তা দিয়ে যাবো।’

এ সময় টিম গ্রুপের মহাব্যবস্থাপক (প্রশাসন) নূর-ই সাইফুল্লাহসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, সাংবাদিক, আলেমরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা