× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কর্মচারীদের হাতে দুই ঘণ্টা অবরুদ্ধ চসিকের প্রধান নির্বাহী

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশ : ২৯ ডিসেম্বর ২০২২ ২০:২৩ পিএম

আপডেট : ২৯ ডিসেম্বর ২০২২ ২০:৩১ পিএম

চট্টগ্রাম সিটি করপোরেশন। ছবি : সংগৃহীত

চট্টগ্রাম সিটি করপোরেশন। ছবি : সংগৃহীত

চাকরি স্থায়ী করার দাবিতে চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. শহীদুল আলমকে দুই ঘণ্টা অবরুদ্ধ করে দাবি জানিয়েছেন প্রতিষ্ঠানটির অস্থায়ী কর্মচারীরা।

বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) বিকেল ৪টার দিকে অস্থায়ী কর্মচারীরা প্রধান নির্বাহী কর্মকর্তার রুমের দরজার সামনে অবস্থান নেন। এ সময় তাকে ২ ঘণ্টার বেশি সময় অবরুদ্ধ করে রাখেন। কর্মচারীরা প্রধান নির্বাহী কর্মকর্তাকে উদ্দেশ্য করে গালাগালি করেন বলে অভিযোগ উঠেছে।

অস্থায়ী কর্মকতা ও কর্মচারী পরিষদের সদস্যসচিব সাজু মহাজন প্রতিদিনের বাংলাদেশকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘অস্থায়ী কর্মকর্তা-কর্মচারীদের স্থায়ী করার জন্য বেশ কয়েক দফায় উদ্যোগ নিলেও প্রধান নির্বাহী কর্মকর্তার কারণে সেটি আটকে আছে। যে কারণে অস্থায়ী কর্মচারীরা তার ওপর ক্ষুব্দ। গত ১৫ ডিসেম্বর প্রধান নির্বাহীর বদলির আদেশ হয়েছে। সেই অনুযায়ী আজ (বৃহস্পতিবার) তার শেষ কর্ম দিবস ছিল। কিন্তু আমাদের কাছে খবর ছিল, তিনি সিটি করপোরেশন ছেড়ে যেতে চাইছেন না। তাই অস্থায়ী কর্মচারীরা ক্ষুব্দ হয়ে আজ তাকে অবরুদ্ধ করে রাখেন।’

অস্থায়ী কর্মচারীরা বিকাল ৪টা থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত প্রধান নির্বাহীকে অবরুদ্ধ করে রাখেন বলেও তিনি জানান। 

এ বিষয়ে জানতে চাইলে মো. শহীদুল আলম বলেন, ‘অস্থায়ী কর্মচারীদের স্থায়ী করার জন্য আমি নিজে উদ্যোগী হয়ে বেশ কয়েক দফায় মন্ত্রণালয়ে চিঠি দিয়েছি। সিবিএ নেতাদেরকে নিয়ে গিয়ে মন্ত্রণালয়ে কথা বলেছি। এরপরও একটি পক্ষ অস্থায়ী কর্মকর্তা-কর্মচারীদের বুঝিয়েছে আমি তাদের স্থায়ী করার বিপক্ষে। তাদের উস্কানিতেই আজ অস্থায়ী কর্মচারীরা আমাকে অবরুদ্ধ করে রাখে। এসময় তারা আমার মা-বাবাকে তুলে গালাগালিও করেছে।’ 

তিনি আরও বলেন, ‘আমাকে চট্টগ্রাম বন্দরে বদলি করা হয়েছে। আদেশ আসার পর আমি মেয়র মহোদয়কে রিলিজ দেওয়ার জন্য বলেছি। তিনি এখনও রিলিজ দেননি। এর মধ্যেই অস্থায়ী কর্মচারীরা এই ঘটনা ঘটিয়েছে। বদলি হওয়ার আগেই পরিকল্পিতভাবে আমাকে হেয় করা হয়েছে।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা