× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ঠাকুরগাঁও-৩ আসনে মনোনয়ন পেতে ১০ প্রার্থীর দৌড়ঝাঁপ

ঠাকুরগাঁও সংবাদদাতা

প্রকাশ : ২৬ ডিসেম্বর ২০২২ ১৫:৩৫ পিএম

আপডেট : ২৬ ডিসেম্বর ২০২২ ১৬:৫১ পিএম

ঠাকুরগাঁও-৩ (পীরগঞ্জ-রাণীশংকৈল) আসনে নির্বাচনে প্রার্থী হতে চান বিভিন্ন দলের নেতা।

ঠাকুরগাঁও-৩ (পীরগঞ্জ-রাণীশংকৈল) আসনে নির্বাচনে প্রার্থী হতে চান বিভিন্ন দলের নেতা।

উত্তরের জনপদ ঠাকুরগাঁও জেলায় সংসদীয় আসন তিনটি। দুটিতে আওয়ামী লীগের সংসদ সদস্য থাকলেও ঠাকুরগাঁও-৩ (পীরগঞ্জ-রাণীশংকৈল) আসনে ২০১৮ সালের নির্বাচনে বিএনপির কাছে হেরে যান ১৪ দলের প্রার্থী অধ্যাপক ইয়াসিন আলী।

১৪ দল ওয়ার্কার্স পার্টির নেতা ইয়াসিন আলীকে মনোনয়ন দিলেও সে বছর মোটর গাড়ি মার্কা নিয়ে বিদ্রোহী প্রার্থী হয়ে নির্বাচন করেন পীরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক এমপি ইমদাদুল হক।

লাঙল মার্কায় লড়েন জাতীয় পার্টির হাফিজ উদ্দিন আহমেদ, আর বিএনপির মনোনয়ন নিয়ে ধানের শীষ মার্কায় ভোট করেন জাহিদুর রহমান। সিংহ মার্কা নিয়ে নির্বাচনে অংশ নেন আওয়ামী লীগের আরেক নেতা অধ্যক্ষ গোপাল চন্দ্র রায়।

শেষ সময়ে নির্বাচন থেকে সরে দাঁড়ান গোপাল। আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আর জোট-মহাজোটের কোন্দলের কারণে ২০১৮ সালে নির্বাচনে এ আসনে পরাজিত হয় নৌকা। এমপি নির্বাচিত হন বিএনপির জাহিদুর রহমান জাহিদ।

দলের সিদ্ধান্তে ১২ ডিসেম্বর বিএনপির এমপি জাহিদুর রহমান পদত্যাগ করলে শূন্য ঘোষণা করা হয় ঠাকুরগাঁও-৩ আসন। নির্বাচন কমিশন পরে তফসিল ঘোষণা করে জানায় সেখানে ভোট হবে আগামী ১ ফেব্রুয়ারি।

এর পরই আসনে প্রার্থী হতে দৌড়ঝাঁপ শুরু করেন আওয়ামী লীগ, জাতীয় পার্টি ও ওয়ার্কার্স পার্টিসহ বিভিন্ন দলের ১০ নেতা। তারা যোগাযোগ রাখছেন জেলা ও কেন্দ্রীয় নেতাদের সঙ্গে। পাড়া-মহল্লায় করছেন বিভিন্ন ধরনের জনসংযোগ। সম্ভাব্য প্রার্থীদের নিয়ে হাটবাজার, চায়ের দোকান, রাস্তার মোড়সহ জনবহুল স্থানে চলছে আলাপ-আলোচনা। 

আওয়ামী লীগের মনোনয়ন পেতে মাঠে নেমেছেন পীরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক এমপি ইমদাদুল হক, সংরক্ষিত নারী আসনের সাবেক এমপি ও জেলা আওয়ামী লীগের সহসভাপতি সেলিনা জাহান লিটা, পীরগঞ্জ উপজেলা চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সহসভাপতি আখতারুল ইসলাম, পীরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজওয়ানুল হক বিপ্লব, রাণীশংকৈল উপজেলা আওয়ামী লীগের সভাপতি সইদুল হক, পীরগঞ্জ পূজা উদযাপন পরিষদের সভাপতি অধ্যক্ষ গোপাল চন্দ্র রায়।

অন্যদিকে জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও সাবেক এমপি হাফিজ উদ্দিন আহমেদ, ওয়ার্কার্স পার্টির জেলা সভাপতি অধ্যাপক ইয়াসিন আলী, জেলা ওয়ার্কার্স পার্টির সম্পাদকমণ্ডলীর সদস্য ও রাণীশংকৈল ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ তাজুল ইসলাম উপনির্বাচনে প্রার্থী হতে চান।

এ ছাড়া জাসদ (ইনু) থেকে এ আসনে উপনির্বাচনে অংশ নিতে চান সিনিয়র সাংবাদিক দীপেন্দ্রনাথ রায়।

পীরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক এমপি ইমদাদুল হক বলেন, ‘আমি দীর্ঘদিন ধরে উপজেলা আওয়ামী লীগের সভাপতি পদে আছি। এ আসনের জনগণের সঙ্গে আমার সুসম্পর্ক। আমি এবার এ আসন থেকে নৌকার মনোনয়ন চাই।’

পীরগঞ্জ উপজেলা চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সহসভাপতি আখতারুল ইসলাম বলেন, ‘আমি আওয়ামী পরিবারের সন্তান। দলের দুর্দিনে সঙ্গে ছিলাম। এলাকার জনগণের সুখে-দুঃখে সব সময় পাশে ছিলাম। ১৮ বছর ইউপি চেয়ারম্যান ছিলাম। এবার উপজেলা চেয়ারম্যানের দায়িত্বে আছি। এলাকার অনেক উন্নয়ন করেছি। আমি এবার ঠাকুরগাঁও-৩ আসনে নৌকার মনোনয়নপ্রত্যাশী।’

এ ছাড়া পীরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজওয়ানুল হক বিপ্লব বলেন, ‘আমি ছাত্রজীবন থেকেই আওয়ামী রাজনীতির সঙ্গে জড়িত। অনেক চড়াই-উতরাই পেরিয়ে বর্তমানে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছি। আমিও এ আসনে মনোনয়ন চাই।’

অধ্যক্ষ গোপাল চন্দ্র রায় বলেন, ‘একাদশ সংসদ নির্বাচনে আমি নৌকার মনোনয়ন চেয়েছিলাম। মনোনয়ন না পেয়ে সিংহ প্রতীকে স্বতন্ত্রী প্রার্থী হিসেবে নির্বাচনে দাঁড়িয়েছিলাম। তবে দলের হাইকমান্ডের নির্দেশে শেষ পর্যন্ত প্রত্যাহার করতে হয়েছিল। এবার আমি আওয়ামী লীগের পক্ষ থেকে মনোনয়নপ্রত্যাশী।’

রাণীশংকৈল উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান সইদুল হক বলেন, ‘আমি ২০০৯ থেকে ২০১৪ সাল পর্যন্ত উপজেলা চেয়ারম্যান ছিলাম। সব সময় এলাকার মানুষের পাশে আছি। অনেক উন্নয়ন করেছি। বর্তমানে উপজেলা আওয়ামী লীগের সভাপতির দায়িত্বে আছি। আমি শতভাগ আশাবাদী এ উপনির্বাচনে নৌকার মনোনয়ন পাব। তবে দল আমাকে মনোনয়ন না দিলেও অন্য যাকে দেবে তার হয়ে মাঠে কাজ করব।’

জেলা ওয়ার্কার্স পার্টির সম্পাদকমণ্ডলীর সদস্য তাজুল ইসলাম বলেন, ‘এ আসনে উন্নয়নের জন্য আমি ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে মনোনয়ন পাওয়ার ব্যাপারে শতভাগ আশাবাদী।’

জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও সাবেক এমপি হাফিজ উদ্দিন বলেন, ‘আমি দীর্ঘদিন এ আসনের এমপি ছিলাম। এ আসনের জনগণ আমাকে আবারও এমপি হিসেবে চায়। আমি এমপি থাকা অবস্থায় অনেক উন্নয়ন করছি। আমি জাতীয় পার্টি থেকে মনোনয়ন পাব বলে ১০০ ভাগ আশাবাদী।’

উপজেলা নির্বাচন কর্মকর্তা তকদির আলী বলেন, ‘নির্বাচন কমিশন থেকে ভোটের তফসিল ঘোষণা করা হয়েছে। ১ ফেব্রুয়ারি ইভিএমে ভোট গ্রহণ করা হবে। তবে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন দিতে আমরা প্রস্তুত রয়েছি।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা