× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

রংপুর সিটি নির্বাচনের জন্য দ্বিগুণ ইভিএম আনা হয়েছে: ইসি

রংপুর ব্যুরো

প্রকাশ : ২২ ডিসেম্বর ২০২২ ২০:১৮ পিএম

আপডেট : ২২ ডিসেম্বর ২০২২ ২০:২০ পিএম

সাংবাদিকদের সঙ্গে আলাপকালে নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা। ছবি: প্রবা

সাংবাদিকদের সঙ্গে আলাপকালে নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা। ছবি: প্রবা

ইলেকট্রনিক ভোটিং মেশিন-ইভিএমে ভোট কারচুপির সুযোগ নেই দাবি করে নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা বলেছেন, ‘রংপুর সিটি কর্পোরেশনের নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হবে। এ লক্ষ্যে নির্বাচন কমিশনের সব ধরনের প্রস্তুতি রয়েছে। রংপুর সিটি নির্বাচনে ইভিএমের মাধ্যমে ভোটগ্রহণের জন্য দিগুণ ইভিএম মেশিন আনা হয়েছে। ভোট চলাকালীন ইভিএমে কোনো সমস্যা হলে তাৎক্ষণিক সমাধানের জন্য এক্সপার্ট রয়েছে। ইভিএমে কারচুপির কোনো সুযোগ নেই।’

বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) দুপুরে রংপুর সরকারি কলেজ মিলনায়তনে প্রিজাইডিং ও সহকারী প্রিজাইডিং কর্মকর্তাদের এক প্রশিক্ষণ অনুষ্ঠানের উদ্বোধন শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে এসব কথা বলেন তিনি।

নির্বাচন কমিশনার বলেন, ‘আগামীকাল (শুক্রবার) থেকে রংপুর সিটিতে মক ভোটিং কার্যক্রম শুরু হবে। এ ছাড়া নির্বাচনের দিন দ্রুত ভোট কাস্টিংয়ের জন্য আমরা লাইনে থাকা ভোটারদের ভোটগ্রহণ পদ্ধতি সম্বলিত একটি কাগজ দিব। সেটি দেখে তারা জানতে পারবেন কিভাবে ইভিএমে ভোট দিতে হয়।’

নির্বাচন কমিশন লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করতে কাজ করছে উল্লেখ করে রাশেদা সুলতানা বলেন, ‘প্রিজাইডিং কর্মকর্তাদের স্বচ্ছতা, সততার সাথে তাদের উপর অর্পিত দায়িত্ব পালনের নির্দেশ দেয়া হয়েছে। কেউ প্রভাব সৃষ্টি করতে চাইলে কমিশনকে তাৎক্ষণিক জানাতে বলা হয়েছে। নির্বাচনি আচারণবিধি মানাতে নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজ করছে। ভোটের দিন কেন্দ্র ও কেন্দ্রের বাহিরে শান্তি শৃঙ্খলায় পর্যাপ্ত আইন শৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হবে।’

এ সময় উপস্থিত ছিলেন রংপুর বিভাগীয় কমিশনার সাবিরুল ইসলাম, মেট্রোপলিটন পুলিশ কমিশনার নুরে আলম মিনা, নির্বাচন কমিশন সচিবালয়ের যুগ্ম সচিব মাহবুবার রহমান সরকার, শাহেদুন্নবী চৌধুরী, রিটার্নিং কর্মকর্তা আব্দুল বাতেন, রংপুর জেলা প্রশাসক ড. চিত্রলেখা নাজনীন ও আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা জিএম সাহাতাব উদ্দিন।

আগামী ২৭ ডিসেম্বর ইভিএমের মাধ্যমে রংপুর সিটি নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। মেয়র পদে ৯ জন, সাধারণ সদস্য পদে ১৮৩ জন ও সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ৬৮ জনসহ মোট ২৬০ প্রার্থী ভোটে লড়বেন। সিটি কর্পোরেশনের ৩৩টি ওয়ার্ডের ভোটার সংখ্যা ৪ লাখ ২৬ হাজার ৪৬৯ জন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা