× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

রাজশাহীতে পুলিশ পাহারায় ছাত্রশিবিরের বিক্ষোভ কর্মসূচি!

রাজশাহী সংবাদদাতা

প্রকাশ : ২২ ডিসেম্বর ২০২২ ১০:৩৪ এএম

আপডেট : ২২ ডিসেম্বর ২০২২ ১২:৪২ পিএম

রাজশাহী মহানগরীতে বিক্ষোভ মিছিল করছেন ছাত্রশিবিরের নেতাকর্মীরা। ছবি : প্রবা

রাজশাহী মহানগরীতে বিক্ষোভ মিছিল করছেন ছাত্রশিবিরের নেতাকর্মীরা। ছবি : প্রবা

রাজশাহীতে জামায়াতে ইসলামীর বিক্ষোভ মিছিল থেকে পুলিশের ওপর হামলার সাত দিনের মাথায় নগরীতে এবার তাদের পাহারায় ইসলামী ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল ও পথসভা করার অভিযোগ পাওয়া গেছে।

জামায়াত আমির শফিকুর রহমানকে গ্রেপ্তার ও মামলায় রিমান্ডের প্রতিবাদ এবং নিঃশর্ত মুক্তির দাবিতে বুধবার (২১ ডিসেম্বর) বিকালে নগরীর রাজপাড়া থানার হরগ্রাম কাঁচাবাজার এলাকায় রাজশাহী মহানগরী ছাত্রশিবিরের নেতাকর্মীরা বিক্ষোভ কর্মসূচি পালন করেন। এ সময় ওই সড়কে যানবাহন চলাচল বন্ধ করে পথসভার সামনে দাঁড়িয়ে থাকতে দেখা যায় পুলিশকে।

পুলিশের এমন ভূমিকায় বিস্ময় প্রকাশ করেছেন স্থানীয়রা। তবে এ বিষয়ে কোনো মন্তব্য করতে চাননি রাজশাহী মহানগর পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

এর আগে ১৩ ডিসেম্বর বেলা ২টার দিকে রাজশাহী নগরীর দরিখরবোনায় মহানগরী জামায়াতের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলে বাধা দিলে তারা পুলিশের ওপর হামলা করে। জামায়াত-শিবিরের ছোড়া ইটপাটকেলের আঘাতে বোয়ালিয়া থানার দুই পুলিশ সদস্য আহত হন। এ ঘটনায় জামায়ত-শিবিরের ১৬ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতপরিচয় আরও ১৫০ জনকে আসামি করে মামলা করে পুলিশ। সাঁড়াশি অভিযানে নেমে ওই রাতেই শাহ মখদুম থানা জামায়াতের নায়েবে আমির হাফিজুর রহমানসহ মোট ছয়জনকে গ্রেপ্তার করে মহানগর পুলিশ।

ছাত্রশিবিরের কর্মসূচির সময় পুলিশ সদস্যদের দাঁড়িয়ে থাকতে দেখা যায়। ছবি : প্রবা

মিছিল থেকে পুলিশের ওপর আক্রমণের ঠিক সাত দিন পর বুধবার বিকালে রাজশাহী নগরীর হরগ্রাম কাঁচাবাজার সড়কে ছাত্রশিবিরের প্রায় ১০০ জনের মতো নেতাকর্মী বিক্ষোভ মিছিল বের করেন। সড়কে ব্যানার হাতে শিবিরের মহানগরী কমিটির আয়োজনে এ বিক্ষোভ মিছিল ও পথসভায় নেতৃত্ব দেন সংগঠনটির সভাপতি ও সাধারণ সম্পাদক। পরে তারা কোর্ট স্টেশনের পশ্চিমের সড়কে ব্যানার হাতে পথসভা করেন। পথসভা ও বিক্ষোভ মিছিলে তারা সরকারবিরোধী নানা স্লোগান ও বক্তব্য দেন। এ সময় ওই সড়কে যান চলাচল বন্ধ করে একাধিক পুলিশকে পাশেই দাঁড়িয়ে থাকতে দেখা যায়। এলাকায় তখন আতঙ্ক ছড়িয়ে পড়ে।

হরগ্রাম কাঁচাবাজার সড়কের পাশেই বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ও রাজশাহী-২ আসনের সংসদ সদস্য ফজলে হোসেন বাদশার বাসভবন। ছাত্রশিবির এক মাস ধরে নিয়মিত এই সড়কে বিক্ষোভ মিছিল করে আসছে।

এ বিষয়ে রাজশাহী মহানগর পুলিশের রাজপাড়া থানার ওসি সিদ্দিকুর রহমান জানান, বুধবার রাজশাহীতে স্বরাষ্ট্রমন্ত্রী, পররাষ্ট্র প্রতিমন্ত্রী ও পুলিশের আইজি অবস্থান করছিলেন। এ কারণে পুলিশ সদস্যরা তাদের নিয়ে ব্যস্ত ছিলেন।

ছাত্রশিবিরের কর্মসূচির সময় পুলিশ সদস্যদের দাঁড়িয়ে থাকতে দেখা যায়। ছবি : প্রবা

জামায়াত-শিবির হরগ্রাম এলাকায় মিছিল করেছে শুনেছেন জানিয়ে ওসি বলেন, তারা কয়েক মিনিট রাস্তায় মিছিল করে পালিয়ে গেছে। বিষয়টির খোঁজখবর নেওয়া হচ্ছে। তবে ওই সময় ঘটনাস্থলে পুলিশ ছিল না বলে দাবি করেন ওসি।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা