× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মেয়র পদে জাহাঙ্গীরের ফেরার বিষয়টি প্রক্রিয়াধীন : মন্ত্রী তাজুল ইসলাম

গাজীপুর সংবাদদাতা

প্রকাশ : ২১ ডিসেম্বর ২০২২ ২১:৪০ পিএম

আপডেট : ২১ ডিসেম্বর ২০২২ ২২:৩৫ পিএম

বুধবার বিকালে গাজীপুরের মৌচাকে জাতীয় স্কাউট প্রশিক্ষণ কেন্দ্রে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম। ছবি: প্রবা

বুধবার বিকালে গাজীপুরের মৌচাকে জাতীয় স্কাউট প্রশিক্ষণ কেন্দ্রে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম। ছবি: প্রবা

দীর্ঘ প্রায় এক বছর পর দলীয় বহিষ্কারাদেশ প্রত্যাহারের ঘোষণার পর গাজীপুর সিটি করপোরেশনের মেয়র পদ ফেরত পেতে যাচ্ছেন আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর আলম। তার মেয়র পদে ফেরার বিষয়টি মন্ত্রণালয়ে প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম। 

তিনি বলেছেন, ‘জাহাঙ্গীরকে তো গাজীপুর সিটি করপোরেশনের মেয়র পদ থেকে বহিষ্কার করা হয়নি। তাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। যেসব কারণে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে, সেগুলো প্রক্রিয়াধীন রয়েছে। মেয়র পদে ফেরার বিষয়টি মন্ত্রণালয়ে প্রক্রিয়াধীন রয়েছে।'

বুধবার (২১ ডিসেম্বর) বিকালে গাজীপুরের কালিয়াকৈরের মৌচাকে জাতীয় স্কাউট প্রশিক্ষণ কেন্দ্রে জাতীয় যুব রেড ক্রিসেন্ট স্বেচ্ছাসেবক ক্যাম্পের সমাপনী অনুষ্ঠানে তিনি এসব কথা জানান।

এসময় মন্ত্রী স্বেচ্ছাসেবকদের উদ্দেশে বলেন, ‘বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি স্বেচ্ছাসেবামূলক কার্যক্রমে দেশের অন্যতম দৃষ্টান্ত স্থাপনকারী প্রতিষ্ঠান। মানব সেবায় প্রতিষ্ঠানটি বহুমুখী অবদান রাখছে বিশেষ করে আগামী প্রজন্মকে মানবিক মানুষ হিসেবে গড়ে তোলার পাশাপাশি জনহিতকর কাজে উদ্ধুদ্ধ করছে। দেশের জরুরি পরিস্থিতিতে স্বেচ্ছাসেবকদের সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান জানাই।’ 

সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান মেজর জেনারেল এটিএম আবদুল ওয়াহ্হাব (অব.)। পরে ১৮৫৯ সালে ফ্রান্স ও অস্ট্রিয়ার মধ্যকার সলফেরিনো যুদ্ধের পটভূমিতে করা নাটক মঞ্চায়িত হয়। তিনদিনের এই জাতীয় ক্যাম্পে বাংলাদেশসহ সাতটি দেশের ১ হাজার ৫০০ যুব স্বেচ্ছাসেবক অংশ নেন।

১৭ ডিসেম্বর আওয়ামী লীগের জাতীয় কমিটির বৈঠকে স্থানীয় সরকার নির্বাচনে বিদ্রোহী প্রার্থীসহ দলের শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে জড়িত আওয়ামী লীগের শতাধিক নেতাকর্মীর জন্য সাধারণ ক্ষমার কথা জানান দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এই ঘোষণার পর থেকেই দল থেকে বহিষ্কৃত জাহাঙ্গীর আলমের দলে ফেরার বিষয়টি আলোচনায় উঠে আসে। জাহাঙ্গীর আলম দলে ও মেয়র পদে ফিরছেন খবর প্রচার হওয়ার পর গাজীপুরের সর্বসাধারণের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া তৈরি হয়।  

২০২১ সালের সেপ্টেম্বরে গোপনে ধারণ করা জাহাঙ্গীর আলমের কথোপকথনের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। এতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও জেলার কয়েকজন গুরুত্বপূর্ণ নেতা সম্পর্কে বিতর্কিত মন্তব্য করা হয়েছে বলে আওয়ামী লীগের নেতা-কর্মীরা অভিযোগ করেন। পরে ১৯ নভেম্বর আওয়ামী লীগের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভায় গাজীপুর সিটি করপোরেশনের মেয়র ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলমকে দল থেকে বহিষ্কার করা হয়। এরপর ২৫ নভেম্বরে তাকে মেয়র পদ থেকে সাময়িক বহিষ্কার করা হয়। এতে দলে কোণঠাসা হয়ে পড়েন জাহাঙ্গীরের অনুসারীরা।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা