× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে খাসজমিতে পুকুর খননের মামলা

নওগাঁ সংবাদদাতা

প্রকাশ : ১৯ ডিসেম্বর ২০২২ ১৭:২৪ পিএম

আপডেট : ১৯ ডিসেম্বর ২০২২ ১৮:০৯ পিএম

সরকারি খাসজমি অবৈধভাবে দখল করে পুকুর খনন। ছবি : প্রবা

সরকারি খাসজমি অবৈধভাবে দখল করে পুকুর খনন। ছবি : প্রবা

নওগাঁর রানীনগর উপজেলায় সরকারি জমি অবৈধভাবে দখল করে পুকুর খনন করার অভিযোগে এক আওয়ামী লীগের নেতার বিরুদ্ধে মামলা হয়েছে। 

উপজেলার পারইল-বড়গাছা ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা মোস্তাফিজুর রহমান সোমবার (১৯ ডিসেম্বর) সকালে রানীনগর থানায় মামলাটি করেন।

মামলার আসামির নাম আব্দুর রাজ্জাক রাজা। তিনি আত্রাই উপজেলার মুনিয়ারী ইউনিয়নের দিঘিরপাড় গ্রামের বাসিন্দা। গত ১৯ নভেম্বর সম্মেলনের মাধ্যমে আত্রাই উপজেলার মনিয়ারী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতির পদ পান রাজা। এরপরই কয়েক দিনের মাথায় তিনি রানীনগর উপজেলার ওই সরকারি খাসজমিতে পুকুর খনন করেন। এ ঘটনায় এলাকায় ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়। 

রানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ প্রতিদিনের বাংলাদেশকে মামলার বিষয়টি নিশ্চিত করে বলেন, পুকুর খননের ঘটনায় একটি মামলা হয়েছে। এ ঘটনায় আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

রানীনগর উপজেলার বড়গাছা ইউনিয়নের ভাদালিয়া গ্রামের দক্ষিণ মাঠে সরকারি বেশকিছু খাস সম্পত্তি রয়েছে। ওই মাঠের পাশেই আওয়ামী লীগ নেতা আব্দুর রাজ্জাকেরও জায়গা-জমি আছে। জমির পাশে জমি হওয়ার সুযোগে অনেকদিন আগে ভাদালিয়া মৌজার মধ্যে এক দাগে এক একর (তিন বিঘা) সরকারি মাটিয়াল খাস সম্পত্তি দখলে নেন তারা। এরপর ওই সম্পত্তিতে গত নভেম্বর মাসের শেষের দিকে ভেকু মেশিন দিয়ে পুকুর খনন করেন। 

খবর পেয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হাফিজুর রহমান পারইল বড়গাছা ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা মোস্তাফিজুর রহমানকে তদন্তের জন্য মৌখিক নির্দেশ দেন। ওই নির্দেশে গত ১ ডিসেম্বর তদন্তে যান ভূমি সহকারী কর্মকর্তা। ঘটনা তদন্ত শেষে গত ৪ ডিসেম্বর সহকারী কমিশনারের কাছে লিখিত প্রতিবেদন দাখিল করেন তিনি। 

ঘটনার সত্যতা পাওয়ায় সহকারী কমিশনারের নির্দেশে ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা মামলা করেন।

তবে আওয়ামী লীগ নেতা আব্দুর রাজ্জাক অভিযোগ অস্বীকার করে বলেন, ওই ভুমি তার নামে লিজ নেওয়া আছে। লিজের জমিতে পুকুর খনন করা হয়েছে। 

এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) হাফিজুর রহমান বলেন, আব্দুর রাজ্জাক অবৈধভাবে ওই সম্পত্তিতে অনুপ্রবেশ করে পুকুর খনন করেছেন। ঘটনার সত্যতা পাওয়ার পরই তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা