× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কে কাটল ৪০০ আমগাছ?

রাজশাহী সংবাদদাতা

প্রকাশ : ১৩ ডিসেম্বর ২০২২ ০০:০৩ এএম

আপডেট : ১৪ ডিসেম্বর ২০২২ ১৫:০০ পিএম

এভাবেই গাছ কেটে সাবাড় করে দেওয়া হয়েছে। ছবি : প্রবা

এভাবেই গাছ কেটে সাবাড় করে দেওয়া হয়েছে। ছবি : প্রবা

রাজশাহীর বাঘায় একটি বিলের জমিতে প্রায় ৪০০ আমগাছ কেটে ফেলার অভিযোগ পাওয়া গেছে। 

রবিবার (১১ ডিসেম্বর) রাতে মনিগ্রাম ইউনিয়নের হাবাসপুর গ্রামের একটি বিলের মধ্যে আমগাছগুলো কেটে ফেলার ঘটনায় বাঘা থানায় লিখিত অভিযোগ করেছেন কৃষক সাধন কুমার। 

তবে গাছগুলো কেটে ফেলার পেছনে শত্রুতা, নাকি পরিকল্পিত ঘটনা তা খতিয়ে দেখছে পুলিশ।

এদিকে এমন ঘটনায় হাবাসপুর গ্রামে শোক নেমে এসেছে, কৃষকরা আহাজারি করছেন। আবু সামাদ, সাধন কুমার প্রামাণিক, নিপেন্দ্রনাথ প্রামাণিক, প্রবীর সরকারের মতো ১৫ কৃষকের জমিতে থাকা প্রায় ৪০০ আমগাছ এক রাতে কেটে ফেলেছে দুর্বৃত্তরা।

সোমবার সকালে উঠে কাটা গাছগুলো দেখে দিশেহারা হয়ে পড়েন তারা।

স্থানীয়রা জানান, ফসলের দামের চাইতে আমে লাভ ভালো হওয়ায় বাঘার আবাদি জমিতে গত ১০ বছরে অপরিকল্পিতভাবে আম বাগান করা হয়। সাম্প্রতিক বছরগুলোতে ধান, পাট, গম, সরিষা, পেঁয়াজসহ অন্যান্য ফসলে লাভ ভালো হওয়ায় অনেকেই জমিতে থাকা আমবাগান কেটে ফসল ফলাচ্ছেন। যেখানে আম বছরে মাত্র একটি বার উৎপাদন হয়, সেখানে একই জমিতে বছরে তিনটি ফসল উৎপাদন করা সম্ভব। আবার মাছের চাহিদার কারণে কৃষকদের অনেকেই ফসলি জমিতে রাতের আঁধারে পুকুর খনন করছেন। তই রাতের আঁধারে জমির ৪০০ আমগাছ কেটে ফেলা পরিকল্পিত নাকি শত্রুতাবশত তা নিয়ে স্থানীয়দের মাঝে প্রশ্ন দেখা দিয়েছে। 

এসব জমিতে সম্প্রতি আম গাছের ছাঁয়ার কারণে ফসল উৎপাদন ব্যাহত হচ্ছিল।

মনিগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. সাইফুল ইসলাম বলেন, ‘কৃষকের ৪০০ আমগাছ কেটে ফেলা সত্যিই দুঃখজনক। তবে রাতারাতি এতগুলো গাছ একার পক্ষে কেটে ফেলা সম্ভব না। এর পেছনে সংঘবদ্ধ কেউ থাকতে পারে। তবে যাই হোক বিষয়টি খতিয়ে দেখবে প্রশাসন।’

মনিগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আরও বলেন, ‘অনেকেই এখন নিজেদের জমিতে পুকুর খনন করছেন। আবার কেউ কেউ আম বাগান কেটে ফসল ফলাচ্ছেন। এক জমিতে বছরে ধান, গম ও আলু উৎপাদন করা যাচ্ছে। প্রতি মণ ধান এখন হাজার টাকা। আর আমে মাত্র এক বারই ফলন পাওয়া যায়।’

বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ হোসেন বলেন, ‘রবিবার রাতের ঘটনায় কৃষক সাধন কুমার থানায় অভিযোগ করেছেন। ৪০০ আমগাছ কেটে ফেলার ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। পরিকল্পিত নাকি শত্রুতাবশত যাই হোক এর পেছনে কে বা কারা রয়েছেন তাদের খুঁজে বের করা হবে।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা