× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

শিক্ষার্থীদের পাঠাভ্যাস গড়ে তুলতে পাঠচক্রের আয়োজন

যশোর সংবাদদাতা

প্রকাশ : ১২ ডিসেম্বর ২০২২ ২১:৪৮ পিএম

আপডেট : ১২ ডিসেম্বর ২০২২ ২২:০১ পিএম

কুইজ প্রতিযোগিতায় বিজয়ীকে বই উপহার দেওয়া হচ্ছে। ছবি : প্রবা

কুইজ প্রতিযোগিতায় বিজয়ীকে বই উপহার দেওয়া হচ্ছে। ছবি : প্রবা

যশোরের ঝিকরগাছা উপজেলায় শিক্ষার্থীদের মধ্যে পাঠাভ্যাস গড়ে তুলতে কুইজ প্রতিযোগিতা ও পাঠচক্র অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১২ ডিসেম্বর) সকালে জাতীয় পুরস্কারপ্রাপ্ত প্রতিষ্ঠান পেন ফাউন্ডেশনের আয়োজনে উপজেলার বাঁকড়া ডিগ্রী কলেজের হলরুমে এই আবস বসে।

প্রতিযোগিতায় অংশগ্রহণকারী তিন বিজয়ীকে বই উপহার দেওয়া হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে যশোরের স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক (উপসচিব) মো. হুসাইন শওকত বলেন, ‘বইয়ের মত এত বিশ্বস্ত বন্ধু আর নেই। ভাল বন্ধু, ভাল বই এবং একটি শান্ত বিবেক: এটি আদর্শ জীবন। জীবনকে সুন্দরভাবে গঠন করতে হলে বই পড়ার বিকল্প নাই।’

অনুষ্ঠানে সাহিত্যিক ও পেন ফাউন্ডেশনের সভাপতি সফিয়ার রহমানের সভাপতিত্ব করেন। প্রধান আলোচক ছিলেন যশোর সরকারি মাইকেল মধুসূদন কলেজের সহকারী অধ্যাপক ও ‘সপ্তাহে একটি বই পড়ি’ সংগঠনের প্রতিষ্ঠাতা মো. শাহ্জাহান কবীর। বিশেষ অতিথি ছিলেন জেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা মুনা আফরিণ, জেলা সহকারী তথ্য অফিসার এলিন সাঈদ-উর রহমান, বাঁকড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাস্টার আনিসুর রহমান, বাঁকড়া ডিগ্রী কলেজের অধ্যক্ষ মো. সামছুর রহমানসহ দুই শতাধিক শিক্ষার্থী।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা