× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ঠাকুরগাঁও-৩ আসনের এমপির পদত্যাগ : উপনির্বাচন নিয়ে বিএনপি ছাড়া সব দলে উচ্ছ্বাস

ঠাকুরগাঁও সংবাদদাতা

প্রকাশ : ১২ ডিসেম্বর ২০২২ ১৬:০৫ পিএম

আপডেট : ১২ ডিসেম্বর ২০২২ ১৬:১৮ পিএম

শনিবার ঢাকায় বিএনপির বিভাগীয় সমাবেশে নেতাকর্মীরা। ছবি: প্রবা

শনিবার ঢাকায় বিএনপির বিভাগীয় সমাবেশে নেতাকর্মীরা। ছবি: প্রবা

ঠাকুরগাঁও-৩ (পীরগঞ্জ-রাণীশংকৈল) আসনের বিএনপি দলীয় সংসদ সদস্য (এমপি) জাহিদুর রহমানের পদত্যাগের ঘোষণায় পীরগঞ্জে আওয়ামী লীগ ও জাতীয় পার্টিসহ বিভিন্ন রাজনৈতিক দলে উচ্ছ্বাস তৈরি হয়েছে। ইতোমধ্যে দলীয় নেতাকর্মী ও ভোটারদের সমর্থন আদায়ের প্রতিযোগিতা শুরু করেছেন মনোনয়ন প্রত্যাশীরা। 

শনিবার (১০ ডিসেম্বর) ঢাকায় বিএনপির মহাসমাবেশে দলের সংসদ সদস্যদের পদত্যাগের ঘোষণার পরপরই স্থানীয় রাজনৈতিক অঙ্গনে এ অবস্থার সৃষ্টি হয়েছে। পরে রবিবার (১১ ডিসেম্বর) স্পিকারের কাছে সশরীর পদত্যাগপত্র দেন চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের মো. আমিনুল ইসলাম, বগুড়া-৪ আসনের মো. মোশাররফ হোসেন, বগুড়া-৬ আসনের জি এম সিরাজ, ঠাকুরগাঁও-৩ আসনের জাহিদুর রহমান এবং সংরক্ষিত আসনের রুমিন ফারহানা। চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের মো. হারুনুর রশীদ বিদেশে থাকায় এবং ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের আবদুস সাত্তার অসুস্থ থাকায় সশরীর পদত্যাগপত্র দেননি।

বিএনপির দলীয় এমপিরা পদত্যাগ করায় একাদশ জাতীয় সংসদের ছয়টি আসন শূন্য ঘোষণা করে রবিবার প্রজ্ঞাপন জারি করেছে সংসদ সচিবালয়। এদিন রাতে আলাদা আলাদা ছয়টি প্রজ্ঞাপন জারি করা হয়।

উকিল আবদুস সাত্তারের পদত্যাগে ব্রাহ্মণবাড়িয়া-২, জি এম সিরাজের পদত্যাগে বগুড়া-৬, আমিনুল ইসলামের পদত্যাগে চাঁপাইনবাবগঞ্জ-২, জাহিদুর রহমানের পদত্যাগে ঠাকুরগাঁও-৩, মোশাররফ হোসেনের পদত্যাগে বগুড়া-৪ ও রুমিন ফারহানার পদত্যাগে সংরক্ষিত নারী আসন ৫০ শূন্য ঘোষণা করা হয়। আগামী ৯০ দিনের মধ্যে এসব আসনে উপনির্বাচন করতে হবে। 

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জের উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সহসভাপতি আখতারুল ইসলাম বলেন, ‘বিএনপির সংসদ সদস্যরা পদত্যাগের ঘোষণা দিয়েছেন। পদত্যাগ করলে ঠাকুরগাঁও-৩ আসনে উপনির্বাচন হবে আর নির্বাচনে আমিও একজন আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী। এই আসনে এত দিন বিএনপির সংসদ সদস্য ছিল বলে তেমন কোনো উন্নয়ন হয়নি। এবার আওয়ামী লীগ থেকে আমরা কেউ যদি নির্বাচিত হই, তাহলে এ উপজেলার উন্নয়ন হবে। সে আশায় আমরা মাঠ পর্যায়ে কাজ করছি। নেতাকর্মীদের দ্বারে দ্বারে ঘুরছি।’

সাবেক সংসদ সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইমদাদুল হক বলেন, ‘এমপি জাহিদুর রহমানসহ সাত এমপির পদত্যাগের কথা শুনে এ আসনে উপ-নির্বাচন হবে। আমি দলীয় মনোনয়ন প্রত্যাশী। আমি দলের জন্য অনেক পরিশ্রম করছি এবং নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ রাখছি।’

জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও সাবেক এমপি হাফিজউদ্দীন আহমেদ বলেন, ‘বিএনপির এমপির পদত্যাগর পর এ আসন থেকে আমিও এমপি পদপ্রার্থী। আমি প্রায় তিন মাস আগে থেকে মাঠ গোছাতে শুরু করছি। এরই মধ্যে ওয়ার্ড ও ইউনিয়ন পর্যায়ে সম্মেলন শেষ করছি। উপনির্বাচন হবে এ খবরে নেকাকর্মীরা আরও চাঙা হয়ে উঠেছে।’

জেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি ও সাবেক এমপি অধ্যাপক ইয়াসিন আলী বলেন, ‘এ আসনে ওয়ার্কস পাটি থেকে আমি এমপি ছিলাম। বিএনপির এমপি কোনো উন্নয়ন করতে পারেনি। মানুষ আর তাদের চায় না। সবাই পরিবর্তন চায়। তাদের পদত্যাগে অনেকে খুশি। আমি নেতাকর্মীদের একত্রিত করতে কাজ শুরু করেছি।’

তবে এবার ওয়ার্কার্স পাটি থেকে উপ-নির্বাচনে তাজুল ইসলামও নির্বাচন করবেন। 

তিনি বলেন, ‘আমি দীর্ঘদিন ধরে ওয়ার্কার্স পার্টির সঙ্গে যুক্ত আছি। যেহেতু বিএনপির এমপি পদত্যাগ করছেন, তাই আমিও আমার পার্টি থেকে এ আসনে নির্বাচন করব। সেই হিসাবে আমি কাজ করে যাচ্ছি।’


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা