× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা ধর্ম ফিচার ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

এবারও দেশের সর্ববৃহৎ তাজিয়া মিছিল হবে মানিকগঞ্জে

মানিকগঞ্জ প্রতিবেদক

প্রকাশ : ০৬ জুলাই ২০২৫ ১৪:২৫ পিএম

আপডেট : ০৬ জুলাই ২০২৫ ১৪:২৫ পিএম

এবারও দেশের সর্ববৃহৎ তাজিয়া মিছিল হবে মানিকগঞ্জে

স্মরণাতীতকাল থেকেই মহানবী হযরত মোহাম্মদ (সা.) এর কনিষ্ঠ দৌহিত্র ইমাম হোসেনের সেই মহান আত্মত্যাগ ও সপরিবারে নির্মমভাবে শহীদ হওয়ার ঘটনাকে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে আসছে মানিকগঞ্জের গড়পাড়া ইমামবাড়ী।

এ উপলক্ষে প্রতি বছর ইমামবাড়ীতে পবিত্র কোরআন খানি, ফাতেহা, মিলাদ, নেয়াজ, মার্সিয়া ও মাতম অনুষ্ঠিত হয়। এবারও সেসব কার্যক্রম হচ্ছে। পাশাপাশি বিশ্ব মানবতা ও শান্তির অগ্রদূত সর্বকালের সর্বশ্রেষ্ঠ মানব হযরত মোহাম্মদ (সা.) এর প্রাণপ্রিয় দৌহিত্র হযরত ইমাম হোসেনের আত্মত্যাগের ঘটনা প্রচারেও সচেষ্ট গড়পাড়া ইমামবাড়ী। 

কুচক্রী, পাপিষ্ঠ ইয়াজিদ ও তার দোসরদের হাতে ইমাম হোসেনের সপরিবারে নির্মমভাবে শহীদ হবার ঘটনা জারি, মর্সিয়া ও মাতমের মাধ্যমে প্রকাশের জন্য প্রতি বছর মানিকগঞ্জ জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের অনুমতি নিয়ে গড়পাড়া ইমামবাড়ী থেকে ৩০টি কাসেদের দল দেশের বিভিন্ন অঞ্চলে বেড়িয়ে যায়। 

ঢাকা জেলার একাংশ, মানিকগঞ্জ, টাঙ্গাইল, পাবনা, রাজশাহী, ফরিদপুর, রাজবাড়ী ও নাটোর জেলার প্রত্যন্ত অঞ্চল ঘুরে কাসেদের দলগুলো কারবালার বেদনা বিধুর কাহিনী বর্ণনা করে আশুরার দিন দুপুরে ইমামবাড়ীতে এসে সমবেত হয়। তাদের সম্মিলনে বিরাট শোক মিছিল বেড় হয়। প্রায় অর্ধ লক্ষ ইমাম ভক্ত অংশ নেন এ মিছিলে। 

আশুরা উপলক্ষে গড়পাড়া ইমামবাড়ীর এ শোক মিছিলকে গণ্য করা হয় দেশের সর্ববৃহৎ শোক মিছিল। এবারও স্থানীয় প্রশাসনের অনুমতি নিয়ে ৩০টি কাসেদের দল বিভিন্ন এলাকায় বেড়িয়ে গেছে। 

রবিবার (৬ জুলাই) আশুরার দিন সেই দলগুলো দুপুরে ইমামবাড়ীতে এসে সমবেত হবে। তাদের সম্মিলনে পবিত্র আশুরার দিন গড়পাড়া ইমামবাড়ী থেকে দেশের বৃহত্তম শোক মিছিল বের হবে। 

হযরত ইমাম হোসেনের শেষ মঞ্জিলের নকশা ‘তাজিয়া’, তার নিজের ব্যবহার করা ঘোড়া ‘দুলদুলের’ প্রতিকৃতি ও কারবালা যুদ্ধের স্মৃতি বহনকারী নিশান সমেত মিছিল শুরু হবে রবিবার বিকেল ৩টায়। 

সর্বকালের শ্রেষ্ঠ মহামানব হযরত মোহাম্মদ (সা.) এর প্রাণপ্রিয় দৌহিত্র হযরত ইমাম হোসেন ও কারবালার প্রান্তরে শহীদ ৭২ পুণ্যাত্মার স্মরণে এ শোক র‌্যালি ইমামবাড়ী থেকে বেড় হয়ে মানিকগঞ্জ শহরের সরকারি দেবেন্দ্র কলেজ মাঠে গিয়ে অবস্থান নেবে। সেখানে ইফতার ও মাগরিবের নামাযের পর আশুরার গুরুত্ব, তাৎপর্য ও মর্যাদা সম্পর্কে এক শোক সভাও অনুষ্ঠিত হবে। 

গড়পাড়া ইমামবাড়ী দরবার শরীফের প্রধান খাদেম শাহ আরিফুর রহমান বাবু এতে সভাপতিত্ব করবেন। সভায় হযরত ইমাম হোসেনের আত্মার প্রতি শ্রদ্ধা প্রদর্শন করা হবে। 

মানিকগঞ্জের বিশিষ্ট ব্যক্তিরা এ শোক সভায় কারবালার শহীদদের মহান আত্মত্যাগ সম্পর্কে আলোচনা করবেন। আলোচনা সভা শেষে ইসলাম ও বিশ্ব শান্তির উদ্দেশ্যে বিশেষ মোনাজাত করা হবে। 

গড়পাড়া ইমামবাড়ীর অন্যতম খাদেম শাহ্ শাহজাদা রহমান বাঁধন পর্ব পরিচালনা করবেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

ভারপ্রাপ্ত সম্পাদক : মোরছালীন বাবলা

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা