হাবিব ওসমান, কালীগঞ্জ (ঝিনাইদহ)
প্রকাশ : ০৬ জুলাই ২০২৫ ০৯:১৯ এএম
ঝিনাইদহের কালীগঞ্জ শহরের কোটিপতি ব্যবসায়ী বিকাশ চন্দ্র মল্লিকের পরিবার হঠাৎ করেই নিখোঁজ হওয়ার ঘটনায় পুরো এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। গত বৃহস্পতিবার থেকে বিনয় মল্লিকসহ তার পরিবারের কোনো সদস্যকে তাদের বাড়ি বা ব্যবসায়িক প্রতিষ্ঠানে পাওয়া যায়নি। এর সঙ্গে যুক্ত হয়ে শহরের বড় বাজারের ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান মল্লিক ব্রাদার্সের মালিকানা নিয়ে নতুনভাবে উত্তেজনা সৃষ্টি হয়েছে। একই সঙ্গে নিখোঁজ পরিবারটির অবস্থান ও ভবিষ্যৎ নিয়ে নানা গুঞ্জন ছড়িয়ে পড়েছে, যা স্থানীয় ব্যবসায়ী ও জনমনে সন্দেহ ও আশঙ্কার সৃষ্টি করেছে।
নিখোঁজ পরিবার ভারতে চলে যাওয়া বা চাপের কারণে পালিয়ে যাওয়ার গুঞ্জন শহরে ছড়িয়ে পড়লেও এ ব্যাপারে নিশ্চিত কোনো তথ্য নেই। স্থানীয় ব্যবসায়ী এবং পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে, তবে এখন পর্যন্ত কোনো অভিযোগ জমা পড়েনি।
গতকাল শনিবার পর্যন্ত ওই পরিবারটির খোঁজ না মিললেও ওই প্রতিষ্ঠানটির কর্তৃত্ব নেওয়া কালীগঞ্জ পৌর ব্যবসায়ী সমিতির সহসভাপতি মাসুদ রানার দাবি, মল্লিক পরিবারের সম্পত্তি ক্রয় করেছেন, কিন্তু বিস্তারিত তথ্য প্রকাশ করেননি। অন্যদিকে, নিখোঁজ পরিবারের মোবাইল ফোনও বন্ধ পাওয়া গেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, শহরের বড় বাজারে অবস্থিত মল্লিক ব্রাদার্স নামের ব্যবসা প্রতিষ্ঠানটি শহরের মধ্যে অন্যতম ও বৃহৎ প্রতিষ্ঠান। স্বাধীনতার আগে থেকেই প্রয়াত বিকাশ চন্দ্র মল্লিক ব্যবসা পরিচালনা করতেন। তার মৃত্যুর পর সন্তানদের কয়েকজন ভারতে চলে গেলেও বড় সন্তান বিনয় মল্লিক পিতার ব্যবসাটির হাল ধরেন। গত বৃহস্পতিবার থেকে তিনিও পরিবারসহ নিখোঁজ রয়েছেন। তার মতো একজন প্রতিষ্ঠিত কোটিপতি ব্যবসায়ী পরিবার হঠাৎ করেই নিখোঁজের খবরে শহরজুড়ে চলছে নানান জল্পনা।
এসব বিষয়ে গত বৃহস্পতিবার সরেজমিনে মল্লিক ব্রাদার্স প্রতিষ্ঠানটিতে গিয়ে দেখা যায়, ওই ব্যবসাপ্রতিষ্ঠানে কালীগঞ্জ পৌর ব্যবসায়ী সমিতির সহসভাপতি মাসুদ রানার ছেলে মাহফুজ আহম্মেদ মুন্না বেচাকেনা করছেন।
এ বিষয়টি জানতে মাসুদ রানার মোবাইলে কল দিলে জানান, নিখোঁজ মল্লিক পরিবার কোথায় আছেন, তা তিনি জানেন না। তারা গত বুধবার মল্লিক পরিবারের শহরের বাড়ি, ব্যবসাপ্রতিষ্ঠানসহ সব সম্পত্তি রেজিস্ট্রির মাধ্যমে ক্রয় করেছেন। তবে কত টাকায় কিনেছেনÑ এমন প্রশ্নের উত্তরটি তিনি এড়িয়ে যান।
এদিকে বিস্তারিত জানতে গতকাল বিকালে নিখোঁজ ব্যবসায়ী বিনয় মল্লিকের ব্যবহৃত মোবাইল ফোনে একাধিকবার কল দিলেও সংযোগ বন্ধ পাওয়া যায়।
কালীগঞ্জ পৌর ব্যবসায়ী সমিতির সভাপতি আসাদুল ইসলাম বলেন, মল্লিক পরিবার নিখোঁজের বিষয়টি শুনেছেন। তবে বাস্তবে তারা কোথায় আছেন তা তিনিও জানেন না।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, বিষয়টি তিনিও শুনেছেন। তবে এ নিয়ে কেউ কোনো অভিযোগ দেয়নি। তার পরও বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে।