× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা ধর্ম ফিচার ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পরবর্তী বাংলাদেশের ভিত্তি হবে একাত্তর এবং চব্বিশ : হাসনাত আব্দুল্লাহ

জয়পুরহাট প্রতিবেদক

প্রকাশ : ০৫ জুলাই ২০২৫ ২২:৩৯ পিএম

আপডেট : ০৫ জুলাই ২০২৫ ২২:৪৬ পিএম

পরবর্তী বাংলাদেশের ভিত্তি হবে একাত্তর এবং চব্বিশ : হাসনাত আব্দুল্লাহ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, আমরা দেখতে পাচ্ছি অনেক দল এখন এই বাহাত্তরের মুজিববাদী সংবিধানের পাহারাদার হিসেবে আবির্ভূত হয়েছে। আমাদের পরবর্তী বাংলাদেশের ভিত্তি হবে একাত্তর এবং চব্বিশ। অবশ্যই এই দুটোর ভিত্তিতে আমাদের পরবর্তী বাংলাদেশ পুনর্গঠিত করতে হবে।

শনিবার (৫ জুলাই) বিকালে জয়পুরহাট জেলা শহরের শহীদ ডা. আবুল কাশেম ময়দানে এক পথসভায় এসব কথা বলেন হাসনাত আব্দুল্লাহ। দেশ গড়তে জুলাই পদযাত্রার পঞ্চম দিনে জয়পুরহাট জেলা এনসিপি এ পথসভার আয়োজন করে।

এর আগে এদিন বিকাল ৪টার দিকে শহরের সিও কলোনি এলাকা থেকে পদযাত্রা শুরু করেন এনসিপির কেন্দ্রীয় নেতারা।

হাসনাত আব্দুল্লাহ বলেন, ‘অনেক রাজনৈতিক দল জুলাই অভ্যুত্থানকে বলছে এটা নাকি আবেগের আন্দোলন। আবেগের আন্দোলকে সংবিধানে জায়গা দেওয়ার দরকার নাই। যারা জুলাইয়ের বিপক্ষে অবস্থান নিয়েছে, যারা বিপ্লবীদের বিপক্ষে অবস্থা নিয়েছে, তারা মূলত আওয়ামী লীগকে আবার পুনর্বাসনের চেষ্টা করছে।’

এনসিপির দক্ষিণাঞ্চলের এই মুখ্য সংগঠক বলেন, ‘আমাদের লড়াই এখন পর্যন্ত অব্যাহত। যেই সংবিধান আমাদের মতপ্রকাশের স্বাধীনতা হরণ করেছে, যেই সংবিধানের দোহাই দিয়ে আমাদের মিড-নাইট ইলেকশন সংঘটিত হয়েছে। যারা এই নির্বাচন করেছে, আপনারা ভুলে যায়েন না এই দিন দিন না, আরও দিন আছে। যারা মধ্যরাতের ইলেকশন করেছে, তাদেরকে জুতার মালা গলায় দিয়ে রাস্তায় নামতে হচ্ছে। সুতরাং ছাত্র-জনতার আবেগকে আপনারা মূল্যায়ন করুন।’

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উদ্দেশে তিনি বলেন, ‘আমাদের মুসলমান ভাইদেরকে মাঝে মাঝে বাংলাদেশে পুশইন করছেন। আমরা বলব, অন্যদেরকে বাংলাদেশে পুশইন না করে এই জুলাইয়ের খুনি হাসিনাকে ফেরত পাঠান, আমরা তাকে নেব।’

শেষে এ পথসভায় বক্তব্য দেন জুলাই-আগস্ট অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। এ সময় এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, সদস্য সচিব আখতার হোসাইন, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দিন পাটওয়ারী, সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনীম জারাসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

ভারপ্রাপ্ত সম্পাদক : মোরছালীন বাবলা

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা