মধ্যপাড়া কঠিন শিলা খনি
দিনাজপুর প্রতিবেদক
প্রকাশ : ০৩ জুলাই ২০২৫ ২২:২৫ পিএম
আপডেট : ০৩ জুলাই ২০২৫ ২২:৩৭ পিএম
দিনাজপুরের পার্বতীপুরে দেশের একমাত্র উৎপাদনশীল মধ্যপাড়া কঠিন শিলা খনিতে শ্রমিক অসন্তোষ ও অস্থির পরিস্থিতির কারণে অনির্দিষ্টকালের জন্য পাথর উত্তোলনসহ খনির সব কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে।
গত বুধবার রাতে খনির ঠিকাদারি প্রতিষ্ঠান জার্মানিয়া ট্রেড কনসোর্টিয়াম (জিটিসি) ও জার্মানিয়া করপোরেশন লিমিটেড (জিসিএল) এক বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্তের কথা জানান। বৃহস্পতিবার (৩ জুলাই) সকাল থেকে অনির্দিষ্টকালের জন্য খনির সব কার্যক্রম বন্ধ হয়ে গেছে।
খনির সব কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধের বিষয়টি নিশ্চিত করেছেন মধ্যপাড়া গ্রানাইট মাইনিং কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) প্রকৌশলী ডিএম জোবায়েদ হোসেন। খনির ঠিকাদারি প্রতিষ্ঠান জিটিসি ও জিসিএল নোটিসে জানিয়েছে, চলমান অস্থিরতা, শ্রমিকদের অযৌক্তিক দাবি তুলে জোরপূর্বক অন্য সাধারণ শ্রমিকদের কাজে যোগ দিতে বাধা দিচ্ছেন এবং খনির অভ্যন্তরে জোরপূর্বক ধর্মঘটের কারণে বিদেশি বিশেষজ্ঞরাও নিরাপত্তাহীনতায় ভুগছেন। এতে খনির যন্ত্রপাতি ও স্থাপনাগুলোর ক্ষতির আশঙ্কাও দেখা দিয়েছে। পরিস্থিতি শান্ত করতে প্রশাসনিক পর্যায়ে বিভিন্ন প্রচেষ্টা চালানো হলেও শ্রমিকদের একটি অংশ কর্তৃপক্ষের নির্দেশনা মানতে অস্বীকৃতি জানায়। সেই সঙ্গে তারা কর্মকর্তাদের সঙ্গে দুর্ব্যবহার ও নাশকতার আশঙ্কা সৃষ্টি করছেন। তাই খনি কার্যক্রম পরিচালনা করা সম্ভব হচ্ছে না। এ অবস্থায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রশাসনিকভাবে একাধিকবার উদ্যোগ নেওয়া হলেও ফল আসেনি। এর ফলে খনির নিরাপত্তা ও স্থিতিশীলতা বিবেচনায় কার্যক্রম বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, খনি বন্ধকালীন সময়ে বাংলাদেশ শ্রম আইন ২০০৬-এর ১৩(১) ধারার আওতায় শ্রমিক-কর্মচারীরা বেতন, ভাতা বা অন্য কোনো সুবিধা পাবেন না। তবে জরুরি দাপ্তরিক কাজ ও রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকা শ্রমিক-কর্মচারীদের নির্ধারিত ডিউটি রোস্টার অনুযায়ী দায়িত্ব পালন করবেন।