কুমিল্লা ব্যুরো ও সুনামগঞ্জ প্রতিবেদক
প্রকাশ : ০৩ জুলাই ২০২৫ ২২:১৮ পিএম
আপডেট : ০৩ জুলাই ২০২৫ ২২:৪১ পিএম
দেশের দুটি জেলায় পানিতে ডুবে চার শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। কুমিল্লার বরুড়া উপজেলায় দীঘিতে গোসল করতে নেমে দুই শিশুর মৃত্যু এবং সুনামগঞ্জের শাল্লা উপজেলায় খেলাধুলার সময় পুকুরে পড়ে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে।
প্রতিদিনের বাংলাদেশের প্রতিবেদকদের পাঠানো প্রতিবেদনেÑ
কুমিল্লা : কুমিল্লার বরুড়া পৌর এলাকার সাহারপদুয়া গ্রামে দীঘিতে গোসল করতে গিয়ে নিধি পোদ্দার (৯) ও বন্নি পোদ্দার (৮) নামে দুটি শিশু পানিতে ডুবে মারা যায়। বৃহস্পতিবার (৩ জুলাই) দুপুর ২টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত দুই শিশু হলোÑ সাহারপদুয়া গ্রামের বিপ্লব পোদ্দারের মেয়ে নিধি পোদ্দার এবং একই বাড়ির রিপন পোদ্দারের মেয়ে বন্নি পোদ্দার।
স্থানীয় সূত্রে জানা গেছে, দীঘিতে গোসল করতে নেমে দুই শিশু গভীর পানিতে চলে গেলে এই দুর্ঘটনা ঘটে। নিহত বন্নি পোদ্দার সাহারপদুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্রী ছিল।
বরুড়া থানার ওসি কাজী নাজমুল হক জানান, তিনি এ ঘটনার বিষয়ে অবগত আছেন। একই বাড়ির দুই শিশু গোসল করতে গিয়ে পানিতে তলিয়ে যায় এবং স্থানীয়রা তাদের উদ্ধার করে। থানা পুলিশের একটি দল বর্তমানে নিহতদের বাড়িতে অবস্থান করছে।
সুনামগঞ্জ : সুনামগঞ্জের শাল্লা উপজেলার মির্জাকান্দা গ্রামে মামাবাড়িতে বেড়াতে এসে পুকুরে পড়ে দুই শিশুর মৃত্যু হয়। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় দিকে এ ঘটনা ঘটে।
নিহতরা হলোÑ উপজেলার সীমেরকান্দা গ্রামের সরাজ মিয়ার ছেলে আকিক মিয়া (৫) এবং কবির হোসেনের ছেলে তানবির মিয়া (৫)।
স্থানীয় সূত্রে জানা গেছে, দুই শিশু খেলাধুলার সময় পুকুরে পড়ে যায়। পরে তাদের উদ্ধার করে শাল্লা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
শাল্লা থানার ওসি শফিকুল ইসলাম বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে, প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।