× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা ধর্ম ফিচার ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

প্রকৃতি ও জীবন ক্লাবের উদ্যোগে মাসব্যাপী বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি

দিনাজপুর প্রতিবেদক

প্রকাশ : ০৩ জুলাই ২০২৫ ২২:১৬ পিএম

আপডেট : ০৩ জুলাই ২০২৫ ২২:৩৮ পিএম

প্রকৃতি ও জীবন ক্লাবের উদ্যোগে মাসব্যাপী বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি

‘সবুজে সাজাই বাংলাদেশ’Ñ এই স্লোগান সামনে রেখে প্রকৃতি ও জীবন ক্লাবের উদ্যোগে মাসব্যাপী বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (৩ জুলাই) সকালে দিনাজপুরের বিরল উপজেলার দামাইল সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এই কর্মসূচির উদ্বোধন করেন দিনাজপুর সামাজিক বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মো. আনোয়ার হোসেন সরকার।

প্রকৃতি ও জীবন ক্লাব-দিনাজপুরের সভাপতি সহিদুর রহমান পাটোয়ারী মোহনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সামাজিক বন বিভাগের সহকারী বন সংরক্ষক নুরুন্নাহার, বিরল উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মুর্শিদা খাতুন, সামাজিক বন বিভাগের ফরেস্টার মো. মান্নান হোসেন, বিরল প্রেস ক্লাবের সভাপতি আতাউর রহমান আতিক এবং জাতীয় পুরস্কারপ্রাপ্ত আদর্শ কৃষক মতিউর রহমান।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন ক্লাবের সিনিয়র সহ-সভাপতি শামীম হোসেন, ধর্মপুর শালবনের বিট কর্মকর্তা মহসিন আলী, সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা প্রফুল্ল কুমার বর্মন, শিক্ষাবিদ কবির মাস্টার, দামাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুলতানা কাওছার জাহান, গোরস্তান কমিটির সভাপতি আলহাজ আতাউর রহমান, সাধারণ সম্পাদক শাহাজাহান আলী, ইউপি সদস্য মোতাহার হোসেন ও আজাহার আলী প্রমুখ।

বক্তারা বলেন, সবুজ মানেই প্রকৃতি, আর প্রকৃতি মানেই প্রাণ। জন্মের পর থেকে প্রকৃতির সঙ্গে সখ্য গড়ে ওঠে মানুষের। এই প্রকৃতি বাঁচিয়ে রেখেছে আমাদের। আর প্রকৃতিকে টিকিয়ে রাখার দায়িত্ব সবার। বিশেষ করে এ প্রজন্মের শিক্ষার্থীদের প্রকৃতির সঙ্গে পরিচয় এবং তাদের বৃক্ষচারা দিয়ে তাদের মাধ্যমেই বৃক্ষ রোপণ করা একটি সাফল্য এবং কল্যাণমূলক কাজ। গাছ মানুষকে অক্সিজেন দেয়, ফল দেয়, ছায়া দেয়, কাঠ দেয়Ñ কিন্তু কখনও গাদ্দারি করে না। পরিবেশের ভারসাম্য রক্ষায় গাছের অবদান অপরিসীম।

অনুষ্ঠানে শিক্ষার্থীদের মাঝে ১ হাজার ৩০০ চারা বিতরণ করা হয় এবং দামাইল গোরস্তান, বিদ্যালয় প্রাঙ্গণ ও দিনাজপুর-বিরল সড়ক সংলগ্ন এলাকায় প্রায় ৩ হাজার বৃক্ষ রোপণ করা হয়। প্রথম দিনেই আম, কাঁঠাল, পেয়ারা, জাম, লেবু, তেঁতুল, সেগুন, অর্জুনসহ ৪ হাজার ৩০০ ফলদ, বনজ ও ঔষধি বৃক্ষচারা বিতরণ ও রোপণ করা হয়।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা