× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা ধর্ম ফিচার ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

তারেক রহমানের ‘চাচাতো ভাই’ সেজে প্রতারণা, অভিযুক্ত গ্রেপ্তার

বগুড়া অফিস

প্রকাশ : ০৩ জুলাই ২০২৫ ২১:৫৪ পিএম

আপডেট : ০৩ জুলাই ২০২৫ ২২:৩৩ পিএম

তারেক রহমানের ‘চাচাতো ভাই’ সেজে প্রতারণা, অভিযুক্ত গ্রেপ্তার

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের চাচাতো ভাই পরিচয়ে পদ পাইয়ে দেওয়ার আশ্বাস দিয়ে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে এক প্রতারককে গ্রেপ্তার করেছে বগুড়া জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। বৃহস্পতিবার (৩ জুলাই) সকালে রাজধানীর উত্তরা পূর্ব থানাধীন ৪ নম্বর সেক্টরের মাটির মসজিদ এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তির নাম শামীম রহমান। তিনি বগুড়া শহরের নিশিন্দারা কারবালা মহল্লার মৃত লিল মিয়ার ছেলে। জানা গেছে, এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হলেও দীর্ঘদিন ধরে নিজেকে ব্যারিস্টার এবং বিএনপির শীর্ষ নেতার আত্মীয় পরিচয় দিয়ে প্রতারণা করে আসছিলেন তিনি।

বৃহস্পতিবার দুপুর ২টায় জেলা গোয়েন্দা কার্যালয়ে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) হোসাইন মুহাম্মদ রায়হান এসব তথ্য জানান। তিনি জানান, মামলার বাদী হারুন-উর রশিদ গত ২ জুলাই দিবাগত রাতে বগুড়া সদর থানায় একটি লিখিত অভিযোগ করেন। কিছুদিন আগে ঢাকার বিএনপি কার্যালয়ের সামনে বাদীর সঙ্গে এক ব্যক্তির পরিচয় হয়। নিজেকে তারেক রহমানের চাচাতো ভাই ও ব্যারিস্টার শামীম রহমান পরিচয় দিয়ে ওই ব্যক্তি জানান, তিনি কেন্দ্রীয় নেতাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ করেন এবং বিএনপির বিভিন্ন পর্যায়ের পদ-পদবি পাইয়ে দিতে পারেন।

পরে ২২ জুন বিকাল সাড়ে ৫টায় সেই নম্বর থেকে ফোন করে মামলার সাক্ষী ইমরান হোসেন ও গোলাম রব্বানী জায়েদাকে বগুড়া শহরের মম-ইন কফি শপের সামনে দেখা করতে বলেন। সেখানে তিনি ইমরানের কাছে কেন্দ্রীয় যুবদলের পদ দেওয়ার কথা বলে ২ লাখ টাকা এবং রব্বানীর কাছে জেলা যুবদলের পদ দেওয়ার কথা বলে ১ লাখ টাকা দাবি করেন। আলোচনার একপর্যায়ে সাক্ষীরা তাকে মোট ৫০ হাজার টাকা নগদে প্রদান করেন।

পরে বিভিন্নভাবে যাচাই-বাছাই করে তারা জানতে পারেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের এমন কোনো আত্মীয় নেই। এ ছাড়া অভিযুক্ত ব্যক্তি দেশের বিভিন্ন জেলায় দীর্ঘদিন ধরে একই কায়দায় প্রতারণা করে আসছেন। তিনি কখনও দলীয় নেতাকর্মীদের, আবার কখনও প্রশাসনের কর্মকর্তাদের ফোন ও মেসেজ দিয়ে পদ-পোস্টিংয়ের আশ্বাস দিয়ে অর্থ আদায় করতেন। অভিযানের সময় তার কাছ থেকে প্রতারণার কাজে ব্যবহৃত মোবাইল ফোন, ডজনখানেক সিমকার্ড, বিভিন্ন ব্যাংকের চারটি এটিএম কার্ড এবং নিজের নামে খোলা ১০টি স্বাক্ষরিত ফাঁকা চেক জব্দ করা হয়।

অতিরিক্ত পুলিশ সুপার আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে শামীম রহমান প্রতারণার কথা স্বীকার করেছেন। তার বিরুদ্ধে বগুড়া সদর থানায় মামলা করে আদালতে পাঠানো হয়েছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা