× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা ধর্ম ফিচার ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

চার সীমান্ত দিয়ে আরও ৮৮ জনকে ঠেলে পাঠাল বিএসএফ

মৌলভীবাজার ও বড়লেখা প্রতিবেদক

প্রকাশ : ০৩ জুলাই ২০২৫ ১৭:৫৮ পিএম

আপডেট : ০৩ জুলাই ২০২৫ ২২:১১ পিএম

চার সীমান্ত দিয়ে আরও ৮৮ জনকে ঠেলে পাঠাল বিএসএফ

মৌলভীবাজার জেলার চারটি সীমান্ত দিয়ে নারী ও শিশুসহ আরও ৮৮ জন বাংলাদেশিকে ঠেলে পাঠিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। বৃহস্পতিবার (৩ জুলাই) ভোরে এই পুশইনের ঘটনা ঘটে। পরে তাদের আটক করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এবং প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে পুলিশে হস্তান্তর করা হয়।

বিজিবি জানায়, বৃহস্পতিবার ভোরে জেলার বড়লেখা উপজেলার উত্তর শাহবাজপুর ইউনিয়নের পাল্লাতল সীমান্ত দিয়ে ১৫ জন পুরুষ, ১৫ জন নারী ও ১৮ শিশুসহ মোট ৪৮ জন, শ্রীমঙ্গল উপজেলার কাকমারা সীমান্ত দিয়ে ২৮ জন, কুলাউড়ার মুরইছড়া সীমান্ত দিয়ে ৫ জন ও কমলগঞ্জের ধলাই সীমান্ত দিয়ে ৭ জন বাংলাদেশিকে ঠেলে পাঠায় বিএসএফ। 

স্থানীয় সূত্র জানায়, বড়লেখা উপজেলার পাল্লাতল পুঞ্জি এলাকায় বৃহস্পতিবার সকাল সাড়ে ৫টার দিকে বিজিবির টহল দল ৪৮ জন বাংলাদেশিকে উদ্দেশ্যহীনভাবে ঘোরাফেরা করতে দেখে আটক করে। জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা কেউ চিকিৎসা, কেউ কাজের সন্ধানে কুড়িগ্রাম, যশোর, বাগেরহাট, বরগুনা, বরিশাল ও চাঁপাইনবাবগঞ্জ জেলার বিভিন্ন এলাকা থেকে অবৈধভাবে ভারতে গিয়েছিলেন। সম্প্রতি ভারতীয় পুলিশ তাদের আটক করে বিএসএফের হাতে তুলে দেয়। পরে বিএসএফ তাদের বাংলাদেশে ঠেলে পাঠিয়েছে।

বিয়ানীবাজার ব্যাটালিয়নের (৫২ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফুল হক চৌধুরী গণমাধ্যমকে জানান, বিএসএফের পুশইনের শিকার ৮৮ জনকে বিজিবির চারটি বিওপি (বর্ডার আউটপোস্ট) আটক করেছে। তাদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

বড়লেখা থানার ওসি মাহবুবুর রহমান মোল্লা জানান, বিজিবি আটককৃতদের থানায় সোপর্দ করেছে। তাদের পরিচয় যাচাই করে স্বজনদের খবর দেওয়া হয়েছে। স্বজনরা থানায় এলে আইনি প্রক্রিয়া অনুযায়ী তাদের হস্তান্তর করা হবে।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা