বড়াইগ্রাম (নাটোর) সংবাদদাতা
প্রকাশ : ৩০ জুন ২০২৫ ২০:৫৬ পিএম
আপডেট : ৩০ জুন ২০২৫ ২০:৫৯ পিএম
নাটোরের বড়াইগ্রাম উপজেলায় রাস্তা মেরামতকে কেন্দ্র করে দুই পরিবারের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) বড়াইগ্রাম উপজেলার যুগ্ম সমন্বয়কারী নুহ ইসলামসহ অন্তত ছয়জন আহত হয়েছেন। এদের মধ্যে মুরাদ আলী ওরফে কালু হাজীকে আশঙ্কাজনক অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সোমবার (৩০ জুন) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার বড়াইগ্রাম ইউনিয়নের শ্রীরামপুর গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। আহত এনসিপি নেতা নুহ ইসলামসহ অন্যদের বড়াইগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, সাম্প্রতিক অতিরিক্ত বৃষ্টি হওয়ায় এনসিপি নেতা নুহ ইসলামের বাড়িসংলগ্ন ব্যবহৃত কাঁচা রাস্তাটি কর্দমাক্ত হয়ে চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। সোমবার সকালে রাস্তাটি নিজেদের অর্থায়নে ইটের খোয়া ও বালু ফেলে মেরামত করতে যায়। মেরামতের কাজ চলার সময় প্রতিবেশী মুরাদ আলী রাস্তার জমি নিজের দাবি করে কাজে বাধা দেন। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয় এবং একপর্যায়ে লাঠি, হাঁসুয়াসহ দেশীয় অস্ত্র নিয়ে উভয় পরিবারের সদস্যরা সংঘর্ষে জড়িয়ে পড়েন। সংঘর্ষে গুরুতর আহত হন মুরাদ আলী (৭০), তার ছেলে সেলিম ইসলাম (৪৫) ও পুত্রবধূ মিতা খাতুন (৩৫)। অপরদিকে, আহত হন রফিকুল ইসলাম ওরফে রাফি হাজী (৬০), তার বড় ছেলে শামীম ইসলাম (২৭) ও ছোট ছেলে এনসিপি নেতা নুহ ইসলাম (২৫)।
জানা গেছে, রাস্তার জমি নিয়ে রাফি হাজী ও প্রতিবেশী কালু হাজীর মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এ নিয়ে আদালতে মামলা চলার পর সেটি রাফি হাজীর পক্ষে ডিক্রি হয়।
বড়াইগ্রাম থানার অফিসার ইনচার্জ গোলাম সারোয়ার হোসেন বলেন, উভয় পক্ষ থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। ঘটনার তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।