কুমিল্লা অফিস
প্রকাশ : ৩০ জুন ২০২৫ ২০:৪৫ পিএম
আপডেট : ৩০ জুন ২০২৫ ২১:০৩ পিএম
কুমিল্লা সদরের পাঁচথুবি ইউনিয়নের শুভপুর এলাকায় সেনাবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা ও নগদ ৩০ লাখ টাকা জব্দসহ মো. রিয়াজ নামের এক যুবককে আটক করা হয়েছে।
রবিবার (২৯ জুন) রাতে স্থানীয়দের সহযোগিতা ও তথ্যের ভিত্তিতে এ অভিযানটি পরিচালনা করা হয়।
পাঁচথুবী ইউনিয়নের শুভপুর এলাকায়, গোমতী নদীর দক্ষিণ পাড়ের আইলের রাস্তার দক্ষিণ পাশে মৃত আলী মিয়ার বাড়ির সামনে একটি দোকানে চালের ড্রামের মধ্যে রাখা ছিল বিপুল পরিমাণ ইয়াবা। নগদ টাকা উদ্ধার করা হয় একই ব্যক্তির মায়ের খাটের নিচে থেকে। এ সময় ২ হাজার ৯৫০ পিস ইয়াবা, নগদ ৩০ লাখ টাকা, ৬টি দেশীয় তৈরি দা, চাপাতি উদ্ধার করা হয়।
আটক রিয়াজ পাঁচথুবি ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের শুভপুর এলাকার মৃত আলী মিয়ার ছেলে। আর পলাতক আসামি হলেনÑ ঢাকা মোহাম্মদপুর এলাকার বিহারি ক্যাম্পের সামনের মৃত শামীমের ছেলে মোহাম্মদ রাশেদ। আটক আসামির বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে এবং পলাতক আসামিকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।