× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা ধর্ম ফিচার ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বরিশাল ব্রজমোহন কলেজে শিক্ষক সংকট দূরসহ পাঁচ দফা দাবি

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

প্রকাশ : ৩০ জুন ২০২৫ ২০:৩৭ পিএম

আপডেট : ৩০ জুন ২০২৫ ২০:৫৭ পিএম

বরিশাল ব্রজমোহন কলেজে শিক্ষক সংকট দূরসহ পাঁচ দফা দাবি

শিক্ষক সংকট দূর করাসহ পাঁচ দফা দাবিতে বরিশাল সরকারি ব্রজমোহন কলেজে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। সোমবার (৩০ জুন) দুপুরের প্রশাসনিক ভবনের সামনে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা।

এ সময় তারা শিক্ষক সংকট, পর্যাপ্ত ক্লাসরুম, একাডেমিক ও অবকাঠামোগত উন্নয়ন, ক্যাম্পাসে নিরাপত্তা বৃদ্ধি, মানসম্মত শিক্ষা নিশ্চিতের দাবি জানান। এর আগে বিক্ষোভ মিছিল নিয়ে কলেজ ক্যাম্পাস প্রদক্ষিণ করে শিক্ষার্থীরা।

অবিলম্বে এ দাবি আদায় না হলে আমরণ অনশন ও ক্যাম্পাসের সব দপ্তরে তালা ঝুলিয়ে দেওয়ার হুঁশিয়ারি দেন আন্দোলনরতরা। তারা আরও জানান, পর্যাপ্ত ক্লাসরুম, মানসম্মত শিক্ষাদান, আধুনিকায়ন, পর্যাপ্ত শিক্ষক নিয়োগ ও ক্যাম্পাসে নিরাপদ পরিবেশ নিশ্চিত করার দাবিতে এ আন্দোলন চলছে। বছরের পর বছর ধরে অবকাঠামো ও একাডেমিক সংকটে বিরাজ করলেও তা সমাধানে কর্তৃপক্ষের নজর নেই। ঐতিহ্যবাহী এ শিক্ষাপ্রতিষ্ঠানে এখন পড়াশোনার পরিবেশ নেই। অল্প বৃষ্টি হলেই পানিতে তলিয়ে যায় পুরো ক্যাম্পাস। অপর্যাপ্ত ছাত্রাবাসের অধিকাংশ বসবাস অনুপযোগী। তাই আমরা পাঁচ দফা দাবি জানিয়েছি। এগুলো শিক্ষার্থীদের ন্যায্য অধিকার। দাবি না মানা পর্যন্ত আমরা ক্লাসে ফিরব না।

কয়েক দিন ধরে চলমান এ আন্দোলনের অংশ হিসেবে কয়েক দিন আগে শিক্ষার্থীরা দাবি আদায়ে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দিয়েছিলেন।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

ভারপ্রাপ্ত সম্পাদক : মোরছালীন বাবলা

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা