× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা ধর্ম ফিচার ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সাতক্ষীরা প্রেস ক্লাবে সন্ত্রাসী হামলা আহত ৩০ সাংবাদিক

সাতক্ষীরা প্রতিবেদক

প্রকাশ : ৩০ জুন ২০২৫ ২০:৩৬ পিএম

আপডেট : ৩০ জুন ২০২৫ ২০:৫৭ পিএম

সাতক্ষীরা প্রেস ক্লাবে সন্ত্রাসী হামলা আহত ৩০ সাংবাদিক

সাতক্ষীরা প্রেস ক্লাবের নেতৃত্ব নিয়ে দীর্ঘদিন ধরে চলমান দ্বন্দ্বের জেরে সাংবাদিকদের ওপর হামলার ঘটনা ঘটেছে। এতে প্রেস ক্লাবের সভাপতি আবুল কাশেমসহ অন্তত ৩০ জন সাংবাদিক আহত হয়েছেন।

সোমবার (৩০ জুন) দুপুরে সাতক্ষীরা প্রেস ক্লাব প্রাঙ্গণে এ হামলার ঘটনা ঘটে।

জানা গেছে, পূর্বঘোষিত এক সভায় অংশ নিতে প্রেস ক্লাবে প্রবেশের সময় সাংবাদিকদের ওপর অতর্কিত হামলা চালায় একদল সন্ত্রাসী। হামলার নেতৃত্বে ছিলেন কথিত সভাপতি আ ন ম আবু সাঈদ ও সাধারণ সম্পাদক আব্দুল বারী। তাদের সঙ্গে ছিল আল ইমরান, অমিত ঘোষ বাপ্পাসহ আলিপুর থেকে আনা ভাড়াটে সন্ত্রাসীরা।

হামলায় ইন্ডিপেনডেন্ট টেলিভিশনের ও বাংলাদেশ বেতারের সাংবাদিক এবং প্রেস ক্লাব সভাপতি আবুল কাশেম, ডিবিসি নিউজের সাংবাদিক বেলাল হোসেন, ভোরের আকাশের সাংবাদিক আমিনুর রহমানসহ অন্তত ৩০ সাংবাদিক আহত হয়েছেন।

প্রেস ক্লাবের সভাপতি আবুল কাশেম বলেন, আমরা পূর্ব ঘোষিত একটি সভায় অংশ নিতে ক্লাবে প্রবেশ করছিলাম, তখনই পরিকল্পিতভাবে আমাদের ওপর হামলা চালানো হয়। আবু সাঈদ ও আব্দুল বারী দীর্ঘদিন ধরে অবৈধভাবে প্রেস ক্লাব দখলে রেখে এই ধরনের হামলা ও হুমকি দিয়ে আসছে। আবু সাঈদের নেতৃত্বে আওয়ামী সরকারের আমলেও একইভাবে প্রেস ক্লাবে হামলা চালানো হয়েছিল।

তবে প্রতিপক্ষের সাধারণ সম্পাদক আব্দুল বারী পাল্টা দাবি করেছেন, আমাদের পক্ষেরও অন্তত ১০ জন সাংবাদিক আহত হয়েছেন।

এই হামলার ঘটনার পর সাতক্ষীরার সাংবাদিক সমাজে তীব্র ক্ষোভ ও উত্তেজনা ছড়িয়ে পড়ে। তারা অবিলম্বে হামলাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। এদিকে প্রেস ক্লাব এলাকায় উত্তেজনা বিরাজ করায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা