× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা ধর্ম ফিচার ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সার্বিয়ায় অপহরণ

মুক্তিপণের জন্য পাপ্পুর পরিবারকে দেখানো হচ্ছে নির্যাতনের দৃশ্য

ফেনী প্রতিবেদক

প্রকাশ : ৩০ জুন ২০২৫ ২০:২১ পিএম

আপডেট : ৩০ জুন ২০২৫ ২০:২৪ পিএম

মুক্তিপণের জন্য পাপ্পুর পরিবারকে দেখানো হচ্ছে নির্যাতনের দৃশ্য

সার্বিয়ায় অপহৃত ফেনীর সোনাগাজীর ফয়জুল বিল্লাহ পাপ্পুর ওপর নির্যাতন চালানো হচ্ছে। নির্যাতনের আর্তনাদের ফুটেজ দেখানো হচ্ছে পরিবারকে। আর বারবার হুমকি দেওয়া হচ্ছে, বলা হচ্ছেÑ মুক্তিপণের টাকা না দিলে যেকোনো সময় হত্যা করা হবে।

সোমবার ফেনী প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে ছেলেকে দেশে ফিরিয়ে আনতে প্রধান উপদেষ্টার কাছে সাহায্য প্রার্থনা করে তার পরিবার। অপহৃত ফয়জুল বিল্লাহ পাপ্পু ফেনীর সোনাগাজী পাইলট হাই স্কুলের সিনিয়র শিক্ষক সেরাজুল ইসলামের বড় ছেলে।

সংবাদ সম্মেলনে পাপ্পুর মা আয়েশা বেগম বলেন, উন্নত জীবনের আশায় পাঁচ বছর আগে পাপ্পু সার্বিয়া যায়। গত ১৪ জুন বাংলাদেশ সময় রাত ৮টা ৪৯ মিনিটে অচেনা একটি হোয়াটসঅ্যাপ নম্বর থেকে কল করে শরীরের বিভিন্ন স্থানে জখমরত অবস্থায় পাপ্পুকে দেখিয়ে অপহরণের কথা জানায়। ছেলের মুক্তিপণ হিসেবে ৪ লাখ ৯০ হাজার ইউরো তিন দিনের মধ্যে দাবি করে তারা বাংলাদেশের আটটি অ্যাকাউন্ট নাম্বার দেওয়া হয়। অন্যথায় ছেলেকে প্রাণে মেরে ফেলার হুমকি দেয়। তারা বিভিন্ন সময় ভিডিও কলে পাপ্পুকে শারীরিক নির্যাতন করে দাবিকৃত অর্থের জন্য চাপ প্রয়োগ করে। 

এ ব্যাপারে ১৬ জুন সোনাগাজী মডেল থানায় মানবপাচার প্রতিরোধ ও দমন আইনে একটি মামলা করা হয়। এরপর ১৭ জুন রাত ১টা ২ মিনিটে অজ্ঞাত একজন জানায়, বসনিয়ার একটি হাসপাতালে হার্ট অ্যাটাক করে পাপ্পু মারা গেছে।

সংবাদ সম্মেলনে পাপ্পুর মা ছেলেকে জীবিত কিংবা মৃত দেশে ফিরিয়ে আনতে প্রধান উপদেষ্টার হস্তক্ষেপ কামনা করেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা