× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা ধর্ম ফিচার ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

এক কারখানায় অসন্তোষ, ৮টি গার্মেন্টস বন্ধ করে দিলো শ্রমিকরা

নারায়ণগঞ্জ প্রতিবেদক

প্রকাশ : ৩০ জুন ২০২৫ ২০:১০ পিএম

আপডেট : ৩০ জুন ২০২৫ ২০:২৩ পিএম

এক কারখানায় অসন্তোষ, ৮টি গার্মেন্টস বন্ধ করে দিলো শ্রমিকরা

নারায়ণগঞ্জের ফতুল্লায় আবির ফ্যাশন নামে একটি রপ্তানিমুখী পোশাক কারখানায় শ্রমিক ছাঁটাইকে কেন্দ্র করে অসন্তোষের ঘটনা ঘটেছে। এ সময় ওই কারখানার বিক্ষুব্ধ শ্রমিকরা ইট পাটকেল নিক্ষেপ করে আশপাশের আরও ৮টি কারখানা বন্ধ করে দিয়েছে। 

সোমবার (৩০ জুন) ফতুল্লার কুতুবআইল এলাকায় অবস্থিত আবির ফ্যাশনে এ ঘটনা ঘটে।

এতে সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত উত্যপ্ত ছিল ফতুল্লার শিল্পাঞ্চল। এ ঘটনায় কোন মিমাংসা না হওয়ায় আবির ফ্যাশন লে-অফ ঘোষনা করেছে মালিকপক্ষ। শ্রমিকদের দাবি, ছাটাই বন্ধসহ ৮ দফা মেনে না নিলে আন্দোলন চলবে। তারা জানান, কাজ করলে কারখানার সকল শ্রমিক কাজ করবে, নয়তো কেউ কাজ করবে না।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ৮টায় শ্রমিকরা আবির ফ্যাশনে এসে লে-অফ ঘোষনার নোটিশ দেখতে পেয়ে উত্তেজিত হয়। এরপর অন্তত এক হাজারের মত শ্রমিক জড়ো হয়ে আশপাশে অবস্থিত মাইক্রো ফাইবার গ্রুপ, মেট্রো নিটিং, ক্যাট টেক্স, পলমল গ্রুপ, টাইম সোয়েটার, আজাদ ফ্যাশনসহ অন্তত ৮টি কারখানার গেটে ইটপাটকেল নিক্ষেপ করে। এ সময় কারখানাগুলোর মালিকপক্ষ ভয়ে শ্রমিকদের ছুটি দিয়ে দেয়। খবর পেয়ে সেনাবাহিনী, পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা এসে শ্রমিকদের বুঝিয়ে জেলা প্রশাসক কার্যালয়ে নিয়ে যায়। সেখানে মালিক ও শ্রমিক উভয় পক্ষের সঙ্গে জেলা প্রশাসনের কর্মকর্তারা দীর্ঘ সময় আলোচনা করেন। এতে শ্রমিকরা তাদের দাবি পূরন না হওয়ায় আলোচনা থেকে বের হয়ে আন্দোলন অব্যাহত রাখার ঘোষনা দেন।

শ্রমিকরা জানান, মালিকপক্ষকে একতরফা সিদ্ধান্ত প্রত্যাহারসহ ৮টি দাবি জানানো হয়েছে। মালিকপক্ষ দাবি মেনে না নেওয়ায় আলোচনা থেকে শ্রমিকরা বেরিয়ে এসেছে। আন্দোলন চলবে।

আবির ফ্যাশনের ম্যানেজার সাগর মল্লিক জানান, আমাদের কারখানায় তিন হাজার শ্রমিক রয়েছে। এরমধ্যে গার্মেন্টসে রয়েছে ২৪০০ শ্রমিক। গার্মেন্টসের মধ্যে ২০৫জন শ্রমিককে আমরা চিহ্নিত করেছি যারা সবসময় নানা অজুহাতে বিশৃঙ্খলা সৃষ্টি করেন। আমাদের ধারনা কোন একটি চক্র গার্মেন্টস সেক্টর ধ্বংস করে দিতেই শান্ত পরিবেশকে অশান্ত করার চেষ্টা করছে। গত কয়েক দিনে ওই শ্রমিকরা গার্মেন্টসে তাণ্ডব চালিয়ে ব্যাপক ক্ষয়ক্ষতি করেছে।

ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম জানান, গত রবিবার সন্ধ্যায় আবির ফ্যাশনে কিছু শ্রমিক তাণ্ডব চালিয়েছে। এ বিষয়ে কারখানা কর্তৃপক্ষ একটি এজাহার দিয়েছে। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। বিকাল ৪টার পর থেকে পরিস্থিতি শান্ত রয়েছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

ভারপ্রাপ্ত সম্পাদক : মোরছালীন বাবলা

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা