হিলি (দিনাজপুর) প্রতিবেদক
প্রকাশ : ৩০ জুন ২০২৫ ১৩:২৫ পিএম
এনবিআর সংস্কার ঐক্য পরিষদ কমপ্লিট শাটডাউন কর্মসূচি প্রত্যাহার করায় দিনাজপুরের হিলি স্থলবন্দর আমদানি-রপ্তানিসহ বন্দরের সকল কার্যক্রম শুরু হয়েছে। কর্মচাঞ্চল্য ফিরেছে বন্দরে।
সোমবার (৩০ জুন) সকালে বিষয়টি জানিয়েছেন হিলি কাস্টমসের রাজস্ব কর্মকর্তা নাজিম উদ্দিন।
তিনি বলেন, কমপ্লিট শাটডাউন কর্মসূচি অনুযায়ী আমরা গত দুই দিন কর্মবিরতি রেখেছিলাম। যে কারণে এই বন্দরে ভারত থেকে কোনো পণ্যবাহী ট্রাক প্রবেশ করেনি। এছাড়া বন্দরের সকল কার্যক্রম বন্ধ ছিল।
গতকাল সন্ধ্যার পর এনবিআর সংস্কার ঐক্য পরিষদ কর্মসূচি প্রত্যাহার করায় আজ সকাল থেকে আমরা কর্মস্থলে বসেছি। এই বন্দরে সকল কার্যক্রম শুরু হয়েছে এবং ভারত থেকে পণ্য আমদানি-রপ্তানি শুরু হয়েছে।
এর আগে গত শনিবার থেকে রবিবার পর্যন্ত হিলি কাস্টমস কর্মকর্তা-কর্মচারীদের কমপ্লিট শাটডাউন কর্মসূচির কারণে পণ্য আমদানি-রপ্তানিসহ বন্দরের সার্বিক কার্যক্রমে অচলাবস্থায় ছিল।