চট্টগ্রাম অফিস
প্রকাশ : ২৯ জুন ২০২৫ ২২:৩৬ পিএম
আপডেট : ২৯ জুন ২০২৫ ২২:৪১ পিএম
চট্টগ্রাম মহানগরীর উত্তর কাট্টলীতে ট্রান্সফরমার পরিবর্তনের সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. তসলিম (৩৫) নামে বিদ্যুৎ বিভাগের এক কর্মীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
রবিবার (২৯ জুন) দুপুর ১২টার দিকে কর্নেল জোন্স সড়কের কলাবাগানে মহিম মাস্টারের বাড়ির সামনে এই দুর্ঘটনা ঘটে। নিহত তসলিম পাহাড়তলী বিদ্যুৎ বিতরণ বিভাগে অস্থায়ী ভিত্তিতে কর্মরত ছিলেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিস্ফোরিত ট্রান্সফরমার পরিবর্তনের পর খুঁটিতে কাজ করার সময় হঠাৎ বিদ্যুৎস্পৃষ্ট হন তসলিম। কয়েক মিনিট ধরে তিনি খুঁটিতে ঝুলে থাকলেও পাশে থাকা সহকর্মীসহ কেউ বিষয়টি বুঝতে পারেননি। পরে শরীর থেকে ধোঁয়া বের হতে দেখেই বিষয়টি তাদের নজরে আসে। এরপর বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হলে তিনি খুঁটি থেকে নিচে পড়ে যান। গুরুতর আহত অবস্থায় দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মোহাম্মদ আশেক বলেন, বিদ্যুৎ বিভাগের এক শ্রমিককে মুমূর্ষু অবস্থায় হাসপাতালে আনা হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।