চট্টগ্রাম অফিস
প্রকাশ : ২৯ জুন ২০২৫ ২২:৩৫ পিএম
আপডেট : ২৯ জুন ২০২৫ ২২:৪২ পিএম
জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের শোক ও বিজয়ের বর্ষপূর্তিতে কেন্দ্রীয় নির্দেশনা মোতাবেক ছয় দিনের কর্মসূচি ঘোষণা করেছে চট্টগ্রাম উত্তর জেলা বিএনপি। ১৬ জুলাই শহীদ ওয়াসিম ও সাঈদের স্মরণে ছাত্রসমাবেশের মধ্য দিয়ে শুরু হবে এই কর্মসূচি।
রবিবার (২৯ জুন) উত্তর জেলা বিএনপির আহ্বায়ক গোলাম আকবর খোন্দকার স্বাক্ষরিত এক চিঠিতে এসব কর্মসূচির কথা জানানো হয়েছে।
বিএনপির বিভিন্ন সহযোগী সংগঠনের নেতাকর্মীদের উদ্দেশে এই চিঠিতে বলা হয়েছে, ১৬ জুলাই বিকালে ‘শহীদ ওয়াসিম ও শহীদ আবু সাঈদ’-এর স্মরণে ছাত্রসমাবেশ কর্মসূচি পালন করা হবে। ১৮ জুলাই বাদ জুমা দোয়া মাহফিল, কালো ব্যাজ ধারন ও বিকালে মৌন মিছিল। ২০ জুলাই বৃক্ষরোপণ অভিযান। ২৭ জুলাই গ্রাফিতি অংকন, ৩১ জুলাই মার্চ ফর জাস্টিস কর্মসূচি এবং ৬ আগস্ট ছাত্র-জনতার বিজয় মিছিল পালন করবে চট্টগ্রাম উত্তর জেলা বিএনপি।