চট্টগ্রাম অফিস
প্রকাশ : ২৯ জুন ২০২৫ ২২:১২ পিএম
আপডেট : ২৯ জুন ২০২৫ ২২:১৯ পিএম
পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (পিসিআইইউ) জার্নালিজম অ্যালামনাই অ্যাসোসিয়েশনের (পিজা) প্রথম কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। নবগঠিত কমিটিতে সভাপতি পদে দৈনিক পূর্বকোণের স্টাফ রিপোর্টার মুহাম্মদ ইমরান বিন ছবুর এবং সাধারণ সম্পাদক পদে দৈনিক পূর্বকোণের স্টাফ রিপোর্টার সারোয়ার আহমদ নির্বাচিত হয়েছেন।
রবিবার (২৯ জুন) বিকালে নির্বাচন পরিচালনা কমিটি নির্বাচিত প্রার্থীদের নাম ঘোষণা করেন।
কমিটির অন্যরা হলেনÑ সিনিয়র সহ-সভাপতি দ্য ডেইলি ফাইন্যান্সিয়াল পোস্টের স্টাফ করেসপন্ডেন্ট তাপস বড়ুয়া, সহ-সভাপতি মিশু পাল, যুগ্ম সম্পাদক দৈনিক চট্টগ্রাম প্রতিদিনের স্টাফ রিপোর্টার ইব্রাহীম জুলহাজ নীল, অর্থ সম্পাদক পতাকা নিউজের স্টাফ রিপোর্টার মো. সাখাওয়াত আলম (রিমন), সাংগঠনিক সম্পাদক ইয়ং পাওয়ার ইন সোশ্যাল অ্যাকশন (ইপসা) প্রোগ্রাম অফিসার তোফায়েলুর রহমান।
এ ছাড়া প্রচার, প্রকাশনা ও দপ্তর সম্পাদক পদে দ্য ডেইলি অবজারভারের (চট্টগ্রাম ব্যুরো) স্টাফ করেসপন্ডেন্ট আনোয়ার হোসাইন, সদস্যপদ বিষয়ক সম্পাদক পদে মো. নাহিদুল ইসলাম, সাংস্কৃতিক ও ক্রীড়া বিষয়ক সম্পাদক পদে সিভয়েস ২৪ এর স্টাফ রিপোর্টার দেবাশীষ চক্রবর্ত্তী এবং নির্বাহী সদস্য পদে শারমিন আক্তার, ইয়ং পাওয়ার ইন সোশ্যাল অ্যাকশন (ইপসা) ফিল্ড ফ্যাসিলিটেটর একরামুল হক শামীম, পতাকা নিউজের স্টাফ রিপোর্টার আহমেদ জোবায়ের উল্লাহ (সারজিল) নির্বাচিত হয়েছেন।