× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা ধর্ম ফিচার ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আওয়ামী দোসর আখ্যা দিয়ে বিএনপি নেতাকে বিবস্ত্র করে মারধর

নারায়ণগঞ্জ প্রতিবেদক

প্রকাশ : ২৯ জুন ২০২৫ ২২:০৯ পিএম

আপডেট : ২৯ জুন ২০২৫ ২২:২০ পিএম

আওয়ামী দোসর আখ্যা দিয়ে বিএনপি নেতাকে বিবস্ত্র করে মারধর

নারায়ণগঞ্জে ফ্যাসিস্ট আওয়ামী লীগের দোসর আখ্যা দিয়ে মহানগর বিএনপির বহিষ্কৃত এক নেতাকে বিবস্ত্র করে মারধরের ঘটনা ঘটেছে। রবিবার (২৯ জুন) দুপুরে উপজেলার হরিপুর এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে।

পুলিশ ওই নেতাকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেয়। পরে তাকে শহরের বি বি রোডে অবস্থিত একটি হাসপাতালে ভর্তি করা হয়। ওই নেতার নাম আতাউর রহমান মুকুল। তিনি বন্দর উপজেলা চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক সভাপতিও ছিলেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী কয়েকজন জানান, রবিবার দুপুরে বন্দর উপজেলার হরিপুর এলাকায় অবস্থিত ৪১২ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন একটি বিদ্যুৎকেন্দ্রের শ্রমিক নিয়োগের বিষয়ে টেন্ডার (দরপত্র) দাখিলের জন্য ওই বিএনপি নেতা ও তার অনুসারীরা সেখানে যান। সেখানে সোনারগাঁ থানা বিএনপির সহসভাপতি বজলুর রহমান ওরফে ডন ও তার লোকজনের সঙ্গে তার বাগ্‌বিতণ্ডা ও হাতাহাতির ঘটনা ঘটে। একপর্যায়ে বিএনপি নেতাকে মারধর করে তার পরনের পাঞ্জাবি ও পায়জামা ছিঁড়ে ফেলা হয়। পরে পুলিশ তাকে উদ্ধার করে বন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসা দেয়।

হাসপাতালে চিকিৎসাধীন ওই বিএনপি নেতা জানান, হরিপুর বিদ্যুৎকেন্দ্রের শ্রমিক নিয়োগের টেন্ডার পেয়েছেন তিনি। রবিবার সেখানে দরপত্রে স্বাক্ষর করতে গেলে পুলিশের উপস্থিতিতে স্থানীয় বিএনপি নেতা ডন ও তার লোকজন তাকে মারধর করে পা ভেঙে দেন। তার পাঞ্জাবি ও পায়জামা ছিঁড়ে ফেলেছেন। কী কারণে হামলা হয়েছে, তিনি বুঝতে পারেননি। তিনি বলেন, ‘ওদের যদি কোনো চাওয়া-পাওয়া থাকত, ওরা আমাকে বলতে পারত। আমি টেন্ডারে সরকারি কাজ পেয়েছি। সেই কাজ করতে গিয়ে আমার ওপর হামলা হয়েছে।’

নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) তারেক আল মেহেদী বলেন, ওই বিএনপি নেতা হরিপুরে বিদ্যুৎকেন্দ্রের টেন্ডার কাজ নেওয়ার জন্য সেখানে গেলে স্থানীয় লোকজন তাকে ‘আওয়ামী লীগের দোসর’ আখ্যা দিয়ে মারধর করে। পরে পুলিশ তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেয়। এ ঘটনায় কেউ কোনো অভিযোগ দেয়নি।

উল্লেখ্য, ২০২৪ সালে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পূর্বে তৎকালীন নারায়ণগঞ্জ-৫ (সদর-বন্দর) আসনের সংসদ সদস্য সেলিম ওসমানের সঙ্গে চলাফেরা, নৌকা উপহার ও বিভিন্ন রাজনৈতিক জনসভায় অংশগ্রহণ করার অভিযোগে আতাউর রহমান মুকুলকে দল থেকে বহিষ্কার করে বিএনপি।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

ভারপ্রাপ্ত সম্পাদক : মোরছালীন বাবলা

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা