চট্টগ্রাম অফিস
প্রকাশ : ২৯ জুন ২০২৫ ২২:০৬ পিএম
এনআরবি গ্লোবাল ব্যাংক থেকে ঋণ নিয়ে ৪৯ কোটি টাকা আত্মসাতের অভিযোগে ঋণগ্রহীতা ব্যবসায়ী, ব্যাংক কর্মকর্তাসহ ৫০ জনের বিরুদ্ধে দুটি মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
রবিবার (২৯ জুন) দুদক চট্টগ্রাম সমন্বিত জেলা কার্যালয়-১ এ মামলা দুটি দায়ের করেন দুদক প্রধান কার্যালয়ের সহকারী পরিচালক বিলকিস আক্তার। দুটি মামলায় ২৫ জন করে মোট ৫০ জনকে আসামি করা হয়েছে।
দুদক চট্টগ্রাম সমন্বিত জেলা কার্যালয়-১ এর উপপরিচালক সুবেল আহমেদ প্রতিদিনের বাংলাদেশকে বলেন, এনআরবি গ্লোবাল ব্যাংক বর্তমানে গ্লোবাল ইসলামী ব্যাংক খাতুনগঞ্জ শাখা থেকে ঋণ নিয়ে ২৯ কোটি ১৫ লাখ টাকা এবং ২০ কোটি ৫২ লাখ টাকা আত্মসাতের ঘটনায় দুটি মামলা দায়ের করা হয়েছে। এসব ঋণ মাহমুদ সাজিদ কটন মিলস ও সামিয়া টেক্সটাইল মিলসের নামে নেওয়া হয়েছিল।
মামলার আসামিরা হলেনÑ সাদ মুছা গ্রুপের মালিক শিল্পপতি মোহাম্মদ মোহসিন, তার স্ত্রী শামীমা নারগিস চৌধুরী, এনআরবি গ্লোবাল ব্যাংকের সাবেক চেয়ারম্যান নিজাম চৌধুরী, সাবেক এমডি প্রশান্ত কুমার হালদার, সাবেক পরিচালক যথাক্রমেÑ বেলাল আহমেদ, গোলাম মোহাম্মদ, ড. মোহাম্মদ ফারুক, আরিফ আহমেদ, ওসমান গণি, মায়মুনা খানম, সরোয়ার জাহান মালেক, মোহাম্মদ মোস্তান বিল্লাহ আদিল, শাহানা ফেরদৌস, সাজেদা নূর বেগম, বোরহানুল হাসান চৌধুরী, মোহাম্মদ কুতুবউদ্দৌলা, এসএএম সলিমউল্লাহ, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক গোলাম সারওয়ার, ব্যাংক কর্মকর্তা যথাক্রমেÑ মোহাম্মদ মাহমুদ আলম, কাজী মশিউর রহমান জাহেদ, শামসুল আলম, মুন্নশ্রী চক্রবর্তী, হাসান আলী, রিফাত ইফতেখারুল আলম, মিজানুর রহমান।
ঋণ আবেদনের মাত্র পাঁচ দিনের মধ্যে ২৫ কোটি টাকা অনুমোদনপূর্বক প্রতিষ্ঠানের মালিকদের ঋণ পেতে সহযোগিতার এবং পরে অন্য হিসাবে স্থানান্তর ও রূপান্তরের মাধ্যমে ঋণ প্রকৃত উদ্দেশ্যে ব্যবহার না করে ২০ কোটি ৫২ লাখ ৯৩ হাজার টাকা আত্মসাৎ করার অভিযোগ করা হয় মামলার এজাহারে।
অন্যদিকে, সামিয়া টেক্সটাইল মিলসকে দেওয়া ৩৫ কোটি টাকার মধ্যে ২৯ কোটি ১৬ লাখ টাকা আত্মসাতের অভিযোগে পৃথক আরেকটি মামলা দায়ের করা হয়। মামলায় আসামি করা হয়েছেÑ শিল্পপতি মোহাম্মদ মোহসিন ও তার স্ত্রী শামীমা নারগিস চৌধুরী, ব্যাংকটির সাবেক চেয়ারম্যান নিজাম চৌধুরী, সাবেক এমডি প্রশান্ত কুমার হালদার, সাবেক পরিচালক যথাক্রমেÑ বেলাল আহমেদ, গোলাম মোহাম্মদ, ড. মোহাম্মদ ফারুক, আরিফ আহমেদ, ওসমান গণি, মায়মুনা খানম, সরোয়ার জাহান মালেক, মো. মোস্তান বিল্লাহ আদিল, শাহানা ফেরদৌস, সাজেদা নূর বেগম, বোরহানুল হাসান চৌধুরী, মোহাম্মদ কুতুবউদ্দৌলা, এসএএম সলিমউল্লাহ, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক গোলাম সারওয়ার, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক গোলাম সারওয়ার, ব্যাংক কর্মকর্তা যথাক্রমেÑ মো. মাহমুদ আলম, কাজী মশিউর রহমান জাহেদ, শামসুল আলম, মুন্নশ্রী চক্রবর্তী, হাসান আলী, রিফাত ইফতেখারুল আলম ও নিগার সুলতানা।