হবিগঞ্জ প্রতিবেদক
প্রকাশ : ২৯ জুন ২০২৫ ২১:৪৭ পিএম
আপডেট : ২৯ জুন ২০২৫ ২১:৫১ পিএম
হবিগঞ্জের চুনারুঘাট সীমান্তে ১ কোটি ৭৬ লাখ ১৮ হাজার ১৬০ টাকা মূল্যের ভারতীয় কসমেটিকস, শাড়ি, হিমায়িত গরুর মাংস, শুঁটকি এবং একটি ট্রাক জব্দ করেছে বিজিবি।
বিজিবি সূত্রে জানা যায়, ৫৫-বিজিবির বিশেষ টহল দল গোপন তথ্যের ভিত্তিতে শনিবার (২৮ জুন) মাধবপুর উপজেলার সীমান্ত থেকে আনুমানিক ৪ কিলোমিটার বাংলাদেশের অভ্যান্তরে তেলিয়াপাড়ায় নোয়াহাটি নামক স্থানে পৃথক ৩টি চোরাচালান বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে।
বিজিবি সদস্যরা রাস্তার পাশে ফাঁদ পেতে রাখে এবং চোরাই মালামাল বহনকারী ট্রাকের চালক বিজিবির উপস্থিতি টের পেয়ে ট্রাক রেখে পালিয়ে যায়। পরে বিজিবির সদস্যরা ফেলে যাওয়া ট্রাক তল্লাশি করে ১ কোটি ৭৬ লাখ ১৮ হাজার ১৬০ টাকা মূল্যের ভারতীয় পণ্য এবং ট্রাক জব্দ করে।
হবিগঞ্জ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানজিলুর রহমান বলেন, সীমান্তের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং চোরাচালান ও মাদকদ্রব্যের ভয়াবহতা থেকে দেশ ও সমাজকে রক্ষা করাই আমাদের অঙ্গীকার। আমরা সীমান্ত এলাকায় সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করে অভিযান পরিচালনা করে আসছি। ৫৫ বিজিবি চোরাচালান বিরোধী অভিযানে ১ কোটি ৭৬ লাখ ১৮ হাজার ১৬০ টাকা মূল্যের ভারতীয় বিভিন্ন প্রকার কসমেটিকস, শাড়ি, হিমায়িত গরুর মাংস, শুঁটকি এবং ট্রাক জব্দ করা হয়েছে। এই অভিযান অব্যাহত থাকবে। জব্দ মালামাল, মাদকদ্রব্য এবং যানবাহন আইনানুগ প্রক্রিয়ায় মাধবপুর থানায় হস্তান্তর করে পৃথক মামলা করা হচ্ছে।