× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা ধর্ম ফিচার ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

স্ত্রী-ছেলেসহ আওয়ামী লীগ নেতা বেন্টুর বিরুদ্ধে দুদকের মামলা

রাজশাহী অফিস

প্রকাশ : ২৯ জুন ২০২৫ ২১:৪৫ পিএম

আপডেট : ২৯ জুন ২০২৫ ২১:৫১ পিএম

স্ত্রী-ছেলেসহ আওয়ামী লীগ নেতা বেন্টুর বিরুদ্ধে দুদকের মামলা

অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আজিজুল আলম বেন্টু (৫৩), তার স্ত্রী নাসিমা আলম (৪৮) ও ছেলে রুহিত আমিনের (২৯) বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

রবিবার (২৯ জুন) সকালে দুদকের সমন্বিত জেলা কার্যালয়ে এই মামলা দায়ের করেন সহকারী পরিচালক আমির হোসাইন। 

অভিযোগে উল্লেখ করা হয়েছে, বালু ব্যবসার মাধ্যমে প্রভাব খাটিয়ে তিনি জ্ঞাত আয়ের বাইরে কোটি টাকার সম্পদ অর্জন করেন। এসব অবৈধ সম্পদ বৈধ করতে স্ত্রী ও ছেলের নামে আয়কর নথি খোলা হয়, যদিও তাদের আয়ের বৈধ কোনো উৎস পাওয়া যায়নি। মামলায় এই তিনজনকেই আসামি করা হয়েছে।

মামলার বাদী সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আমির হোসাইন বিষয়টি নিশ্চিত করেছেন।

দুদক জানায়, আজিজুল আলম বেন্টু বর্তমান আওয়ামী লীগ সরকারের আমলে একচেটিয়া বালু ব্যবসা নিয়ন্ত্রণ করে বিপুল সম্পদের মালিক হয়েছেন। সরকারি নীতিমালার তোয়াক্কা না করে প্রভাব খাটিয়ে তিনি অল্প মূল্যে বালুমহাল ইজারা নেন। তার বিরুদ্ধে বালুমহাল থেকেই কোটি কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে।

দুদকের অনুসন্ধানে দেখা যায়, বেন্টু, তার স্ত্রী ও ছেলের নামে মোট ৩৬টি দলিলের মাধ্যমে ৯ দশমিক ৪০০৮১৮৯ একর জমি পাওয়া গেছে। তাদের নামে মোট স্থাবর ও অস্থাবর সম্পদের পরিমাণ ১৮ কোটি ৪৩ লাখ ১৭ হাজার ৪৫৮ টাকা। অথচ আয়কর নথিতে তারা মাত্র ৭ কোটি ৬৪ লাখ ২৬ হাজার ৯৪৫ টাকার সম্পদের তথ্য দিয়েছেন। ফলে তাদের আয়ের সঙ্গে অসঙ্গতিপূর্ণ সম্পদের পরিমাণ দাঁড়ায় ১০ কোটি ৪৬ লাখ ৪৪ হাজার ৬৮১ টাকা।

দুদক আরও জানায়, বেন্টুর স্ত্রী নাসিমা আলম একজন গৃহিণী হওয়া সত্ত্বেও তার নামে ২০২৩-২৪ করবর্ষে ১ কোটি ৫৭ লাখ ৮৪ হাজার ৯৬৭ টাকার সম্পদের তথ্য পাওয়া গেছে। তবে তার কোনো বৈধ আয়ের উৎস খুঁজে পাওয়া যায়নি। একইভাবে, ছেলে রুহিত আমিন ছাত্র হলেও তার নামে ৭৮ লাখ ৫২ হাজার ৭৫৯ টাকার সম্পদের হিসাব পাওয়া গেছে। দুজনেরই নামে টিআইএন নম্বর রয়েছে এবং তারা আয়কর নথি জমা দিয়েছেন। আয়কর নথিতে দেখা যায়, বেন্টু তার স্ত্রী এবং ছেলেকে গাড়ি কেনার জন্য ৬৪ লাখ ৭৬ হাজার টাকাও দিয়েছেন।

দুদকের অভিযোগ, আজিজুল আলম বেন্টু নিজের অবৈধ সম্পদ স্ত্রী ও ছেলের নামে দেখিয়ে তা বৈধ করার অপচেষ্টা করেছেন। তাদের নামে গাড়ি কেনার জন্যও তিনি ৬৪ লাখ ৭৬ হাজার টাকা প্রদান করেন। ফলে স্ত্রী ও ছেলে উভয়েই দুর্নীতির অপরাধে জড়িত বলে মামলায় উল্লেখ করা হয়েছে।

মামলার বাদী আমির হোসাইন বলেন, আসামিদের বিরুদ্ধে দণ্ডবিধি ও দুর্নীতি দমন কমিশন আইনের বিভিন্ন ধারায় মামলা করা হয়েছে। মামল দায়েরর পর রাজশাহী মহানগর দায়রা জজ আদালতে নথি পাঠানো হয়েছে। তদন্ত শেষে আদালতে অভিযোগপত্র দাখিল করা হবে।

উল্লেখ্য, আওয়ামী লীগ নেতা বেন্টু গত ৫ আগস্টের পর থেকে পলাতক রয়েছেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা