× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা ধর্ম ফিচার ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

রূপগঞ্জ উপজেলা ও কালীগঞ্জ পৌরসভার বাজেট ঘোষণা

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) ও কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিবেদক

প্রকাশ : ২৯ জুন ২০২৫ ২১:৪৪ পিএম

আপডেট : ২৯ জুন ২০২৫ ২১:৫২ পিএম

রূপগঞ্জ উপজেলা ও কালীগঞ্জ পৌরসভার বাজেট ঘোষণা

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা পরিষদের ও ঝিনাইদহের কালীগঞ্জ পৌরসভায় ২০২৫-২৬ অর্থবছরের বাজেট ঘোষণা করা হয়েছে। 

রবিবার (২৯ জুন) দুপুরে রূপগঞ্জ উপজেলা মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার সাইফুল ইসলাম ১৬ কোটি ৭৫ লাখ ৯৭ হাজার ২২৫ টাকার বাজেট ঘোষণা করেন। এ বাজেটে আয় ধরা হয়েছে ১৯ কোটি ৩৪ লাখ ৪৩ হাজার ৫০২ টাকা। 

বাজেট অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা সহকারী পুলিশ সুপার মেহেদী হাসান, সহকারী কমিশনার ভূমি তাছবির হোসেন, রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তরিকুল ইসলাম, ভোলাবো ও গোলাকান্দাইল ইউনিয়নের চেয়ারম্যানগণ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার আইভী ফেরদৌস, মৎস্য কর্মকর্তা আলমগীর হোসেনসহ স্থানীয় নানা কর্মকর্তা ও গণ্যমান্য ব্যক্তিরা।

এ ছাড়া অনুষ্ঠানের পূর্বে উপজেলা মাসিক আইনশৃঙ্খলা বিষয়ক সভাও অনুষ্ঠিত হয়।

অন্যদিকে ঝিনাইদহের কালীগঞ্জ পৌরসভায় ২০২৫-২৬ অর্থবছরের ৭৬ কোটি ৭৯ লাখ ৭৭ হাজার ৪০৭ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। 

রবিবার বেলা ১১টায় পৌরসভা সম্মেলন কক্ষে এই বাজেট ঘোষণা করেন পৌর প্রশাসক ও কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার দেদারুল ইসলাম। 

এবারের বাজেটে আয় ও ব্যয় সমান রাখা হয়েছে। রাজস্ব খাত থেকে আয় ধরা হয়েছে ৬ কোটি ৪৪ লাখ ৪০ হাজার টাকা এবং উন্নয়ন খাতে আয় ধরা হয়েছে ৬৮ কোটি ৩১ লাখ টাকা। ব্যয়ে রাজস্ব থেকে ৬ কোটি ২৫ লাখ ৫১ হাজার এবং উন্নয়ন খাতে ৬৬ কোটি ২৪ লাখ টাকা বরাদ্দ রাখা হয়েছে। বাজেটে হাটবাজার ইজারা, নাগরিক সেবা, রাস্তা ও ড্রেনের কাজের বরাদ্দসহ প্রশিক্ষণ ও সেমিনারের আয়ের বিভিন্ন খাত রয়েছে। ব্যয়ের মধ্যে রয়েছে রাস্তা, ড্রেন, লাইটিং, পানির লাইন, বস্তি উন্নয়ন ও স্যানিটারি কাজ।

পৌরসভা বাজেট অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা, রাজনৈতিক নেতা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন এবং বাজেটের বিভিন্ন দিক নিয়ে মতামত ও প্রস্তাবনা দেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

ভারপ্রাপ্ত সম্পাদক : মোরছালীন বাবলা

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা