× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা ধর্ম ফিচার ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বগুড়া প্রেস ক্লাবের নেতৃত্বে রানু-কালাম

বগুড়া অফিস

প্রকাশ : ২৯ জুন ২০২৫ ২১:৩৯ পিএম

আপডেট : ২৯ জুন ২০২৫ ২১:৫৩ পিএম

বগুড়া প্রেস ক্লাবের নেতৃত্বে রানু-কালাম

বগুড়া প্রেস ক্লাবের বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতি পদে রেজাউল হাসান রানু এবং সাধারণ সম্পাদক পদে কালাম আজাদ নির্বাচিত হয়েছেন।

সভাপতি পদে রেজাউল হাসান রানু ৭৯ ভোট পেয়েছেন ও তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ওয়াসিকুর রহমান বেচান পেয়েছেন ৭৫ ভোট এবং সাধারণ সম্পাদক পদে কালাম আজাদ ভোট পেয়েছেন ৮১টি এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সবুর শাহ লোটাস ভোট পেয়েছেন ৭১টি।

শনিবার (২৮ জুন) দিবাগত রাতে প্রেস ক্লাবের নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান মতিউল ইসলাম সাদী ফলাফল ঘোষণা করেন।

নির্বাচনে সহসভাপতি পদে নির্বাচিত হয়েছেনÑ রাহাত রিটু, মীর সাজ্জাদ আলী সন্তোস এবং মীর্জা সেলিম রেজা। যুগ্ম সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন তোফাজ্জল হোসেন ও সাইফুল ইসলাম। দপ্তর সম্পাদক পদে রেজাউল হক বাবু, কোষাধ্যক্ষ পদে তানভীর আলম রিমন, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক পদে শেখ শাহেদ, ক্রীড়া সম্পাদক পদে আব্দুর রহিম, পাঠাগার সম্পাদক পদে জাফর আহম্মেদ মিলন নির্বাচিত হয়েছেন।

এ ছাড়াও নির্বাহী সদস্য পদে নির্বাচিতরা হলেনÑ মহসীন আলী রাজু, অ্যাডভোকেট আব্দুল মান্নান, আব্দুর রহিম বগরা, শামীম আহম্মেদ, জহুরুল ইসলাম, মুক্তার শেখ, গোলজার হোসেন মিটু, শাহেদুজ্জামান সিরাজ বিজয় এবং হারুন অর রশিদ তালুকদার।

শনিবার সকাল ১০টা থেকে শুরু হয়ে বিকাল ৪টা পর্যন্ত প্রেস ক্লাবে ভোটগ্রহণ চলে। এতে ১৬৮ জনের মধ্যে ১৫৮ জন সদস্য নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করেন। কমিটির ২১টি পদের বিপরীতে ৪৩ জন প্রতিদ্বন্দ্বিতা করেন। দুটি প্যানেল নির্বাচনে অংশ নিয়েছে। একটি হলো সাংবাদিক ইউনিয়ন সমর্থিত জাতীয়তাবাদী ইসলামী ঐক্য প্যানেল বেচান-কালাম পরিষদ এবং অন্যটি রানু-লোটাস পরিষদ।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা