পাবনা প্রতিবেদক
প্রকাশ : ২৯ জুন ২০২৫ ২১:৩৬ পিএম
আপডেট : ২৯ জুন ২০২৫ ২১:৫৪ পিএম
পাবনা মানসিক হাসপাতাল দালালমুক্ত করতে চালানো হয়েছে অভিযান। এতে ৯ দালালকে আটক করা হয়েছে। এ সময় তাদের ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সাজা দেওয়া হয়।
জেলা প্রশাসন ও জাতীয় নিরাপত্তা গোয়েন্দা এনএসআইয়ের সহযোগিতায় রবিবার (২৯ জুন) সকাল ১০টার দিকে হাসপাতালের বহির্বিভাগে এই অভিযান পরিচালনা করে দালালদের আটক করে পুলিশ।
আটকরা হলেনÑ পাবনা সদর উপজেলার হেমায়েতপুর ইউনিয়নের কিসমত প্রতাপপুরের গ্রামের মৃত রফিজ উদ্দিনের ছেলে মুকাররম, মুনসুর আলীর ছেলে জহুরুল ইসলাম, ইসলামপুর গ্রামের মৃত জামাল শেখের ছেলে হালিম, আব্দুল লতিফ মণ্ডলের ছেলে মানিক মণ্ডল, হেমায়েতপুর গ্রামের মৃত সামাদ শেখের ছেলে শফিকুল, শহিদের ছেলে ছাবিত, মুনজিরের ছেলে মুন্নাফ, বুদের হাট গ্রামের শহিদুল ইসলামের ছেলে জুয়েল রানা এবং চাঁপাইনবাবগঞ্জের মৃত ইসরাইলের ছেলে আলমগীর হোসেন।
এনএসআই ও পুলিশ জানায়, অনেকদিন ধরেই দালালের কাছে জিম্মি মানসিক হাসপাতাল। হাসপাতালে আসা রোগীরা দালালদের খপ্পরে পরে হয়রানির শিকার হন। এনএসআইয়ের এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়েছে।
অভিযানের সময় হাতেনাতে তাদের আটক করা হয়। পরে পাবনা সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুরাদ হোসেনের ভ্রাম্যমাণ আদালত তাদের এক মাসের সাজা দিয়েছেন।
বিষয়টি নিশ্চিত করে হেমায়েতপুর পুলিশ ফাঁড়ির ওসি তারিকুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে তাদের আটক করা হয়েছে। পরে সদর এসিল্যান্ড ও এনএসআইয়ের মাধ্যমে তাদের সাজা দেওয়া হয়। আমরা শুধু সহযোগিতা করছি। আইনি প্রক্রিয়া শেষে তাদের জেলহাজতে পাঠানো হবে।