কলাপাড়া (পটুয়াখালী) প্রতিবেদক
প্রকাশ : ২৯ জুন ২০২৫ ২১:৩৫ পিএম
আপডেট : ২৯ জুন ২০২৫ ২১:৫৫ পিএম
পটুয়াখালীর কুয়াকাটায় অতিরিক্ত মদ খেয়ে শাজিদুল ইসলাম (১৭) নামের এক পর্যটকের মৃত্যু হয়েছে। নিহত শাজিদুল নেত্রকোনার বাসিন্দা। সে ঢাকায় একটি খাবার হোটেলে বয় হিসেবে কাজ করত।
রবিবার (২৯ জুন) সকাল ৯টার দিকে অসুস্থ অবস্থায় তাকে কুয়াকাটা ২০ শয্যাবিশিষ্ট হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
পুলিশ সূত্রে জানা যায়, নিহত শাজিদুল গত শনিবার সকালে বন্ধু হাবিবের সঙ্গে কুয়াকাটায় বেড়াতে এসে স্কাইভিউ নামে একটি আবাসিক হোটেলে উঠে। পরের দিন বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি শেষে হোটেলে রাত কাটায়। রাতে সঙ্গে থাকা বন্ধুর অগোচরে মদ খায় শাজিদুল। পরে অসুস্থ হয়ে পড়লে বন্ধুর সহযোগিতায় সকাল ৯টার দিকে তাকে হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে তাকে কলাপাড়া হাসপাতালে পাঠান।
কিন্তু তারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স না গিয়ে পুনরায় হোটেলে থাকেন। পরে ১১টার দিকে গুরুতর অসুস্থ অবস্থায় ফের কুয়াকাটা হাসাপাতালে নিয়ে আসলে কমিউনিটি মেডিকেল অফিসার রিয়াজ তাকে মৃত ঘোষণা করেন।
এর আগে শনিবার শাজিদুল ও হাবিব নামের দুই বন্ধু কুয়াকাটায় ঘুরতে এসে আবাসিক হোটেল স্কাইভিউর ৪০৮ নম্বরের কক্ষটি ভাড়া নেয়।
নিহতের সঙ্গে থাকা বন্ধু হাবিব জানান, কুয়াকাটার বিভিন্ন জায়গায় ঘুরে রাতে হোটেলে এসে শাজিদুল তার অজান্তে মদ খায়। গতকাল সোমবার সকালে অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক শাজিদুলকে মৃত বলে জানান।
কুয়াকাটা ২০ শয্যাবিশিষ্ট হাসপাতালের কমিউনিটি মেডিকেল অফিসার রিয়াজ হোসেন বলেন, সকালে মদ্যপানে গুরুতর অসুস্থ অবস্থায় শাজিদুল ইসলাম নামের এক পর্যটক হাসপাতালে আসে।
মহিপুর থানার ওসি তরিকুল ইসলাম বলেন, পর্যটকের মৃত্যুর ঘটনায় হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। পরবর্তী সময়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।