× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা ধর্ম ফিচার ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

চা বাগানের মেধাবী ছাত্রী ইতিকে সংবর্ধনা

মৌলভীবাজার প্রতিবেদক

প্রকাশ : ২৯ জুন ২০২৫ ২১:১৬ পিএম

আপডেট : ২৯ জুন ২০২৫ ২১:৫৬ পিএম

চা বাগানের মেধাবী ছাত্রী ইতিকে সংবর্ধনা

মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার বরমচাল চা বাগানের নিরিবিলি প্রান্তরে বেড়ে ওঠা এক মেধাবী ছাত্রী, ইতি গৌড়; যিনি এবার চা বাগানের ইতিহাসে নতুন অধ্যায় রচনা করেছেন।

সীমিত সুযোগ-সুবিধা, নানা প্রতিকূলতা আর সংগ্রামের মাঝেও নিজের অদম্য ইচ্ছাশক্তি ও পরিশ্রমে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজনেস স্টাডিজ অনুষদের ফিন্যান্স বিভাগে ভর্তি হওয়ার সুযোগ পেয়েছেন তিনি। বরমচাল চা বাগান থেকে এই প্রথম কোনো শিক্ষার্থীর এ ধরনের সাফল্য অর্জন করেছে, যা তাকে শুধু তার পরিবার নয়, পুরো জেলার গর্বে পরিণত করেছে। এই অনন্য অর্জনের স্বীকৃতি হিসেবে মৌলভীবাজার জেলা পুলিশের পক্ষ থেকে তাকে সংবর্ধনা ও আর্থিক পুরস্কার প্রদান করা হয়েছে।

রবিবার (২৯ জুন) দুপুরে জেলা পুলিশ সুপার এমকেএইচ জাহাঙ্গীর হোসেন জেলা পুলিশ সুপারের কার্যালয়ে ইতিকে আমন্ত্রণ জানিয়ে শুভেচ্ছা জানান, মিষ্টিমুখ করান এবং তার সাফল্যের জন্য জেলা পুলিশের পক্ষ থেকে আর্থিক পুরস্কার প্রদান করেন।

পুলিশ সুপার বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করার স্বপ্ন বাংলাদেশের সবাই দেখে, তবে পরিশ্রমী ও মেধাবীরাই সেই স্বপ্ন বাস্তবায়ন করতে পারে। চা বাগানের সীমিত সুযোগ-সুবিধার মধ্যেও ইতি যেভাবে মেধা ও অধ্যবসায়ে সাফল্য অর্জন করেছেÑ তা সত্যিই প্রশংসনীয়। জেলা পুলিশের পক্ষ থেকে আমরা তার সফলতার স্বীকৃতিস্বরূপ কিছু অর্থ পুরস্কারের ব্যবস্থা করেছি। ইতি গৌড় ভবিষ্যতে দেশ-বিদেশে সাফল্য অর্জন করে মৌলভীবাজারের নাম উজ্জ্বল করবে। চা বাগানের অন্য ছেলেমেয়েরাও ইতি গৌড়ের মতো এগিয়ে যাবে সেই কামনা করি।

ইতির বাবা শংকর গৌড় এই সম্মাননা ও সহযোগিতার জন্য জেলা পুলিশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এবং মেয়ের জন্য সবার দোয়া কামনা করেছেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা