× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা ধর্ম ফিচার ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

শেরপুরে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে হামলা ও চাঁদা দাবির অভিযোগ

শেরপুর প্রতিবেদক

প্রকাশ : ২৯ জুন ২০২৫ ২১:১৪ পিএম

আপডেট : ২৯ জুন ২০২৫ ২১:৫৭ পিএম

শেরপুরে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে হামলা ও চাঁদা দাবির অভিযোগ

শেরপুরের নালিতাবাড়ী উপজেলার নয়াবিল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান মিজানের বিরুদ্ধে হামলা ও ৫০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ উঠেছে।

অভিযোগকারী জনতার দলের ময়মনসিংহ বিভাগীয় যুগ্ম সাংগঠনিক সম্পাদক সৈয়দ মো. সাইয়েদ আঙ্গুর দাবি করেছেন, ইউপি চেয়ারম্যান ও তার সহযোগীরা তাকে দলীয় কমিটি গঠন থেকে বিরত রাখতে শারীরিকভাবে লাঞ্ছিত করেন এবং প্রাণনাশের হুমকি দেন। এ ঘটনায় ভুক্তভোগী নালিতাবাড়ী থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। 

রবিবার (২৯ জুন) নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা অভিযোগ প্রাপ্তির তথ্যটি নিশ্চিত করেছেন।

এর আগে গত শনিবার রাতে শহরের মাধবপুরস্থ শেরপুর প্রেস ক্লাব মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ওই অভিযোগ করেন জনতার দলের ময়মনসিংহ বিভাগীয় যুগ্ম সাংগঠনিক সম্পাদক সৈয়দ মো. সাইয়েদ আঙ্গুর।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি বলেন, ‘আমি ঢাকার বঙ্গবাজার ব্যবসায়ী সমিতির সভাপতি। বেশ কিছুদিন পূর্বে নালিতাবাড়ীর নয়াবিল ইউপি চেয়ারম্যান মো. মিজানুর রহমান মিজানের বিরুদ্ধে মিডিয়াতে একটি সংবাদ প্রকাশিত হওয়ায় গত ১৬ জুন নয়াবিল দক্ষিণবাজারে মিজান চেয়ারম্যানসহ তার দুই ভাই নূরে আলম সিদ্দিক শাহীন, নূরল আমিন, সুমাইল, সারোয়ার, স্বাধীন, ছফর উদ্দিনসহ বেশ কয়েকজন আমার পথরোধ করে প্রাণনাশের হুমকি দেন। এ ছাড়া গত শনিবার নয়াবিল ইউনিয়নের সিধুলী গ্রামে আমার নিজ জায়গায় একটি বাড়ি নির্মাণকাজের তদারকির সময় মিজান চেয়ারম্যানের নেতৃত্বে একদল সন্ত্রাসী আমার কাছে ৫০ লাখ টাকা চাঁদা দাবি করে। আমি ইতোমধ্যে শেরপুর সেনা ক্যাম্প বরাবর অভিযোগ দিয়েছি। 

সংবাদ সম্মেলনে জনতার দল শেরপুর জেলা শাখার সভাপতি বুলবুল আহমেদ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

ভারপ্রাপ্ত সম্পাদক : মোরছালীন বাবলা

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা