× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা ধর্ম ফিচার ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সালথায় আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে আহত ১০, বাড়িঘর ভাঙচুর

সালথা-নগরকান্দা (ফরিদপুর) প্রতিবেদক

প্রকাশ : ২৯ জুন ২০২৫ ২১:১৩ পিএম

আপডেট : ২৯ জুন ২০২৫ ২১:৫৮ পিএম

সালথায় আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে আহত ১০, বাড়িঘর ভাঙচুর

ফরিদপুরের সালথা উপজেলার মেহেরদিয়া গ্রামে এলাকার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১০ জন আহত হওয়ার পাশাপাশি বেশ কয়েকটি বসতঘর ভাঙচুরের ঘটনা ঘটেছে।

পুলিশ খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। রবিবার (২৯ জুন) সকাল ১০টার দিকে উপজেলার গট্টি ইউনিয়নের মেহেরদিয়া গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। 

এলাকাবাসী জানান, এলাকার আধিপত্য বিস্তার নিয়ে মেহেরদিয়া গ্রামের নুর ইসলাম মুন্সির সঙ্গে প্রতিপক্ষের সালাউদ্দিন কাজীর বিরোধ চলে আসছিল। এ বিরোধের জেরে শনিবার রাতে নুর ইসলাম মুন্সির সমর্থক মো. জিলু মোল্যাকে মারধর করে সালাউদ্দিন কাজীর সমর্থকরা। পরে স্থানীয় বিনোকদিয়া বাজারের ওপর থেকে সালাউদ্দিন কাজীর ভাই জালাল কাজী ও তার ছেলে শাহীন কাজীকে পাল্টা মারধর করে নুর ইসলাম মুন্সির ছেলে মামুন ও রিপন।

এরই জেরে রবিবার সকালে নুর ইসলাম মুন্সি ও সালাউদ্দিন কাজীর সমর্থকদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় অন্তত ৫টি বসতঘর ভাঙচুর করা হয়। এতে জিলু মোল্যা, জালাল কাজী, পান্নু মোল্যা, মিনারা বেগমসহ উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে ৫ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতাউর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

ভারপ্রাপ্ত সম্পাদক : মোরছালীন বাবলা

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা