গাইবান্ধা প্রতিবেদক
প্রকাশ : ২৯ জুন ২০২৫ ২০:৫৫ পিএম
আপডেট : ২৯ জুন ২০২৫ ২২:০১ পিএম
গাইবান্ধার গোবিন্দগঞ্জে শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে আটক হাবিল মিয়া (৫০) নামে এক ব্যক্তি পিটুনিতে নিহত হয়েছেন। গত শনিবার রাত ৯টার দিকে উপজেলার কাটাবাড়ি ইউনিয়নে মারধরের শিকার হন ওই ব্যক্তি। পরে হাসপাতালে নেওয়ার পথে রাত ১২টার দিকে তার মৃত্যু হয়।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, শুক্রবার বিকালে হাবিল মিয়া প্রতিবেশী ৬ বছরের একটি শিশুকে ফুঁসলিয়ে নিজ বাড়িতে নিয়ে যান এবং ধর্ষণের চেষ্টা করেন। আহত শিশুকে প্রথমে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। ওই ঘটনার পর ধর্ষণচেষ্টার অভিযোগে শিশুটির বাবা বাদী হয়ে গোবিন্দগঞ্জ থানায় একটি মামলা করেন।
এ ঘটনার পরদিন শনিবার রাত ৯টার দিকে হাবিল এলাকায় ঘোরাঘুরি করছিলেন। টের পেয়ে এলাকাবাসী তাকে আটক করে মারধর করেন। এ সময় ওই ব্যক্তি অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে তাকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে রাত ১২টার দিকে তিনি মারা যান।
রবিবার (২৯ জুন) দুপুরে ময়নাতদন্তের জন্য মরদেহ গাইবান্ধা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
এদিকে মারধরে নিহত হওয়ার ঘটনায় আজ সকালে গোবিন্দগঞ্জ থানায় মামলা হয়েছে। নিহত ব্যক্তির স্ত্রী বাদী হয়ে হত্যার অভিযোগে মামলাটি করেন। এতে সাত থেকে আটজনকে আসামি করা হয়।
গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বুলবুল ইসলাম বলেন, ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। মারধরের সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।