চিলমারী (কুড়িগ্রাম) প্রতিবেদক
প্রকাশ : ২৯ জুন ২০২৫ ১৯:৫৭ পিএম
আপডেট : ২৯ জুন ২০২৫ ২২:০৩ পিএম
কুড়িগ্রামের চিলমারীর দুর্গম চরাঞ্চলে অপরাধ দমনে আকাশে ড্রোন উড়িয়ে ঝুঁকিপূর্ণ স্থানগুলোতে নজরদারি বাড়ানো হয়েছে। সেই সঙ্গে নৌপথে দুদিন বিশেষ নজরদারির আওতায় আনা হয়েছে। ঝুঁকিপূর্ণ রুটে গোয়েন্দা পুলিশ (ডিবি), নৌপুলিশ, থানা পুলিশ টহল জোরদার করেছে। হাটবার করে এ নজরদারি কঠোরভাবে পরিচালনা করা হচ্ছে।
পুলিশ জানায়, বিভিন্ন সময় চিলমারী-রৌমারী-রাজিবপুর রুটে ডাকাতির ঘটনা ঘটেছে। এর পরিপ্রেক্ষিতে এই দুই রুটে হাটের দিনসহ অন্যান্য দিনেও পুলিশ বিশেষ নজরদারি করছে। পুলিশের টহলের পাশাপাশি ড্রোন উড়িয়ে এ উপজেলার গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে বিশেষভাবে নজরদারি করা হচ্ছে।
উপজেলার চিলমারীর জোড়গাছে সপ্তাহে রবিবার ও বুধবার অনেক বড় হাট বসে। এদিন চিলমারীর চর এলাকাগুলো ছাড়াও আশপাশের উপজেলা থেকে নৌরুটে বিভিন্ন ব্যবসায়ীরা আসেন হাট করতে। এর আগে পরপর ডাকাতির ঘটনা ঘটায় জেলা পুলিশ সুপারের নির্দেশে সংশ্লিষ্ট থানার পুলিশ কাজ করে যাচ্ছে, ফলে ডাকাতির প্রবণতা অনেকটাই কমে গেছে।
চিলমারী ইউনিয়নের মাইদুল ইসলাম জানান, এখন ডাকাতি কমে গেছে, নাই বললেই চলে। এখন ড্রোন দেখা যায় আকাশে উড়তে। ফলে ঝোপঝাড়ে যদি কোনো ডাকাত দল বা মাদক কারবারি থাকে তাহলে সেসব খুব সহজেই ধরা যাবে। ড্রোন ক্যামেরার বিশেষ ব্যবস্থা করায় পুলিশকে ধন্যবাদ জানান তিনি।
মাহফুজার নামে এক ব্যবসায়ী বলেন, এখন হাটের দিন হাট করতে আসায় আর ভয় লাগে না। ব্রহ্মপুত্র নদের বিভিন্ন স্থানে নৌকায় পুলিশ সদস্যদের অবস্থান নিতে দেখা যায়।
এ বিষয়ে কুড়িগ্রাম জেলা পুলিশ সুপার মো. মাহফুজুর রহমান জানান, চিলমারী নদীবন্দর ও নৌরুটে অপরাধ প্রতিরোধের জন্য সার্বক্ষণিক ড্রোন মনিটরিং চলছে।