সুনামগঞ্জ প্রতিবেদক
প্রকাশ : ২৯ জুন ২০২৫ ১৮:৪১ পিএম
সুনামগঞ্জে হাওরে পর্যটকদের জন্য তৈরি রাজহংস নামাঙ্কিত একটি হাউসবোট তথা নৌকা দখল করেছে এক বিএনপি নেতা। অভিযুক্ত ব্যক্তি মমিনুল হক বেনু মধ্যনগরে স্থানীয় বিএনপির রাজনীতিতে জড়িত। মমিনুল বলেন, হাউসবোটের মালিক দীপংকর চৌধুরীর পাওনা টাকা না দেওয়ায় নৌকা দখলে নিয়েছেন। টাকা ফেরত পেলে নৌকা ফেরত দেবেন তিনি।
খোঁজ নিয়ে জানা যায়, টাঙ্গাইলের বাসিন্দা দীপংকর চৌধুরী পর্যটন ব্যবসায় আগ্রহী হয়ে সুনামগঞ্জে হাউসবোট তৈরি করেন। এর নাম দেন রাজহংস। স্থানীয়ভাবে মিয়া নামের এক কেয়ারটেকারের মাধ্যমে হাউসবোট তৈরির কাজ করলেও পরে তিনি বোটটির দায়িত্ব ফুল মিয়ার হাতে তুলে দেন।
ভুক্তভোগী দীপংকর চৌধুরীর অভিযোগ, মমিনুল দীর্ঘদিন ধরে বিভিন্ন কৌশলে হাউসবোটটি দখলের নেওয়ার চেষ্টা করেন। সম্প্রতি মধ্যনগর থানার ওসির নাম ব্যবহার করে ফুল মিয়াকে থানায় ডেকে মমিনুলের লোকজন বোটটি বুঝে নেওয়ার জন্য চাপ দেয়। পরদিন মমিনুল তার লোকজন নিয়ে এসে জোর করে বোটটি দখলে নেয়। এখন নাম বদল করে তা পরিচালনা করছে।
এদিকে অভিযুক্ত মমিনুল হকের অভিযোগ, দুই বছর ধরে হাউসবোটের স্টাফদের বেতন, মেরামতের খরচ দেননি দীপংকর। বিষয়টি হাউসবোটের স্টাফরা জানালে তিনি মধ্যস্থতা করে ২ মাসের মধ্যে পাওনা টাকা দিতে বলেন। পরে আর যোগাযোগ রাখেননি হাউসবোটের মালিক দীপংকর। একাধিক কল করা হলেও সারা মিলেনি। একপর্যায়ে বকেয়া সমস্ত টাকা তিনিই পরিশোধ করেন।
অভিযোগের বিষয়ে উপজেলা বিএনপি যুগ্ম আহ্বায়ক মমিনুল হক বলেন, দখলের ইচ্ছে থাকলে ৫ আগস্টের পরের দিনই করতে পারতাম। আমার সেরকম কোনো উদ্দেশ্য নেই। আমার টাকা বুঝে পেলে হাউসবোট ফেরত পাবে।
মধ্যনগর থানার ওসি মনিবুর রহমান বলেন, এ বিষয়ে কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।