জামালপুর প্রতিবেদক
প্রকাশ : ২৯ জুন ২০২৫ ১৩:০৩ পিএম
জামালপুরের ইসলামপুরে এক ইউপি সদস্যকে কুপিয়ে হত্যার খবর পাওয়া গেছে।
শনিবার (২৮ জুন) রাত ২টার দিকে উপজেলার কুলকান্দি ইউনিয়নের জিগাতলা চর এলাকায় নিজ বাড়িতে এ ঘটনা ঘটে৷
খুন হওয়া আব্দুর রহিম কুলকান্দি ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের সদস্য। কুলকান্দি ইউনিয়ন আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক ছিলেন তিনি।
আব্দুর রহিমের স্ত্রী রেহানা বেগম বলেন, রাতে ১০-১২ জনের একটি দল গিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে আব্দুর রহিমকে ঘর থেকে ডেকে বের করে। এরপর বাড়ির উঠানে ধারালো অস্ত্র দিয়ে তাকে উপর্যুপরি কোপাতে শুরু করে তারা। এসময় রেহানা বাধা দিলে তাকেও মারধর করা হয়। ধারালো অস্ত্রের আঘাতে ঘটনাস্থলেই মৃত্যু হয় রহিমের। খবর পেয়ে সকালে তার মরদেহ উদ্ধার করে থানায় নেয় পুলিশ৷
ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসম আতিকুর রহমান বলেন, বিষয়টি নিয়ে তদন্ত চলছে। পাশাপাশি অভিযুক্তদের চিহ্নিত করতে পুলিশ কাজ করছে।