কুমিল্লা প্রতিবেদক
প্রকাশ : ২৯ জুন ২০২৫ ০৮:৫৮ এএম
আপডেট : ২৯ জুন ২০২৫ ০৯:১৩ এএম
কুমিল্লার মুরাদনগরে ঘরের দরজা ভেঙে এক নারীকে ধর্ষণের ঘটনায় প্রধান আসামি ফজর আলীসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রবিবার (২৯ জুন) সকালে এই তথ্য নিশ্চিত করেছেন পুলিশ সুপার নাজির আহমেদ খান।
গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে মূল অভিযুক্ত ফজর আলীকে আজ ভোর পাঁচটার দিকে ঢাকার সায়েদাবাদ এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে।
অন্য গ্রেপ্তাররা হলেন, মো. সুমন, রমজান আলী, মো. আরিফ ও মো. অনিক। তাদের গ্রেপ্তার করা হয়েছে ধর্ষণের ভিডিও ছড়িয়ে দেওয়ার অভিযোগে।
এ ঘটনার একটি ভিডিও গতকাল শনিবার রাতে ফেসবুকে ছড়িয়ে পড়ে। এরপর এ নিয়ে ব্যাপক সমালোচনা হয় এবং জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি ওঠে।
পুলিশ সুপার নাজির আহমেদ খান বলেন, ভুক্তভোগী নিজে মুরাদনগর থানায় ফজর আলীকে আসামি করে ধর্ষণ মামলা করেছেন। ফজর আলীকে ঢাকার সায়েদাবাদ এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। ফেসবুকে ভিডিও ছড়িয়ে দেওয়ার অপরাধে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।