× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা ধর্ম ফিচার ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

১০ হাজার টাকার জন্য বন্ধুকে খুন

দিনাজপুর প্রতিবেদক

প্রকাশ : ২৮ জুন ২০২৫ ২০:৫১ পিএম

আপডেট : ২৮ জুন ২০২৫ ২১:২২ পিএম

১০ হাজার টাকার জন্য বন্ধুকে খুন

মাত্র ১০ হাজার টাকার জন্য বন্ধুকে খুন করেছেন আরেক বন্ধু। দিনাজপুরের বোচাগঞ্জে পুকুর থেকে সাধন চন্দ্র রায় (২২) নামের এক যুবকের লাশ উদ্ধারের পাঁচ দিনের মধ্যে ঘটনার রহস্য ও মূল আসামিকে গ্রেপ্তারে বেরিয়ে এসেছে এমন চাঞ্চল্যকর তথ্য। মরদেহ ও তার ব্যবহৃত মোটরসাইকেল পুকুর থেকে উদ্ধার করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, মাত্র ১০ হাজার টাকার জন্য সাধন চন্দ্র রায়কে হত্যা করে লাশ ও তার ব্যবহৃত মোটরসাইকেল পুকুরে ফেলে দেন তারই বন্ধু মনদীপ রায়। শনিবার (২৮ জুন) দুপুরে সাংবাদিকদের এই তথ্য নিশ্চিত করেছেন, দিনাজপুরের পুলিশ সুপার মারুফাত হোসেন। পুলিশ সুপার জানান, এই ঘটনায় মনদীপ রায়কে গ্রেপ্তার করা হয়েছে। তিনি তপন কুমার রায়ের ছেলে। আর নিহত সাধন চন্দ্র রায় রনটি গ্রামের মৃণাল চন্দ্র রায়ের ছেলে। স্থানীয় বাজারে তার ওষুধের দোকান আছে। নিহত সাধন চন্দ্র রায় ও আটক মনদীপ রায় দুজনই ভালো বন্ধু ছিলেন।

প্রেস ব্রিফিংয়ের সময় অতিরিক্ত পুলিশ সুপার আনোয়ার হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) সিফাত-ই-রাব্বানী, কাহারোল সার্কেলের সহকারী পুলিশ সুপার মনিরুজ্জামান ও বোচাগঞ্জ থানার ওসি হাসান জাহিদ সরকার উপস্থিত ছিলেন।

পুলিশ জানায়, গত সোমবার উপজেলার ইশানিয়া ইউপির রনটি গ্রামের পুকুর থেকে সাধন চন্দ্র রায়ের লাশ উদ্ধার করে বোচাগঞ্জ থানা পুলিশ। এই ঘটনায় গত বুধবার নিহতের পরিবার বোচাগঞ্জ থানায় একটি হত্যা মামলা করে। ঘটনার তদন্তে নেমে মোবাইল ফোনের সূত্র ধরে ঘটনার পাঁচ দিনের মাথায় নিহতের বন্ধু মনদীপ রায়কে গ্রেপ্তার করে পুলিশ। পরে জিজ্ঞাসাবাদে মনদীপ পুলিশের কাছে হত্যাকাণ্ডের কথা স্বীকার করে জবানবন্দি দেন। 

পুলিশ সুপার জানিয়েছেন, এই ঘটনায় গতকাল বেলা ১১টার দিকে আসামিকে নিয়ে ওই পুকুরপাড়ে যান। তার দেওয়া তথ্যমতে, পুলিশ পুকুরে ডুবে থাকা ডিসকভার-১২৫ মোটরসাইকেল ও হত্যায় ব্যবহৃত একটি বাঁশের লাঠি উদ্ধার করা হয়।

পুলিশ সুপার আরও বলেন, গত ৩ মে অভিযুক্ত মনদীপ ভুক্তভোগী সাধনের কাছ থেকে ১০ হাজার টাকা ধার নেন। কথা ছিল ৩ জুনের মধ্যে পরিশোধ করবেন এবং সঙ্গে অতিরিক্ত ১ হাজার টাকা দেবেন। কিন্তু নির্ধারিত সময়েও টাকা ফেরত না দেওয়ায় পরিবারের মধ্যে বিষয়টি জানাজানি হয়। এরপর সাধনের মা মনদীপের মাকে বিষয়টি জানালে তিনি ছেলেকে বকাঝকা করেন। এতে ক্ষিপ্ত হয়ে মনদীপ ২৩ জুন রাতে সাধনকে ডেকে নিয়ে যান ইউনিয়ন চেয়ারম্যানের বাড়ির পুকুরপাড়ে। সেখানে বাগ্‌বিতণ্ডার একপর্যায়ে বাঁশের লাঠি দিয়ে আঘাত করে হত্যা করেন। পরে লাশ ও মোটরসাইকেলটি পুকুরে ফেলে দেন। বুধবার পুকুরটিতে লাশ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন।

বোচাগঞ্জ থানার ওসি হাসান জাহিদ সরকার জানান, ছেলে হত্যার ঘটনায় অজ্ঞাতনামাকে আসামি করে মামলা করেন বাবা মনোজ চন্দ্র রায়। তদন্তে নেমে ঘটনার কারণ উদঘাটন ও জড়িতকে গ্রেপ্তার করা হয়।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

ভারপ্রাপ্ত সম্পাদক : মোরছালীন বাবলা

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা