মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিবেদক
প্রকাশ : ২৮ জুন ২০২৫ ২০:৪৪ পিএম
বাগেরহাটের মোরেলগঞ্জে মালবাহী একটি স্টিল বডি জাহাজের ধাক্কায় স্লিপার সেতু ভেঙে পড়ে এক সবজি ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। শুক্রবার (২৭ জুন) রাত ১১টার দিকে উপজেলার ফুলহাতা বাজার সংলগ্ন সংযোগ খালে এ দুর্ঘটনা ঘটে।
নিহত নির্মল চন্দ্র মন্ডল (৬০) নৌকায় ঘুমিয়ে ছিলেন। পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার রাত ১১টার দিকে মালবাহী একটি স্টিল বডি জাহাজ উপজেলার বহরবুনিয়ার ফুলহাতা বাজারের স্লিপার সেতুটিকে ধাক্কা দিলে সেটি ভেঙে পড়ে। ঠিক ওই সময় সেতুর নিচে থাকা একটি নৌকায় ঘুমিয়ে ছিলেন সবজি ব্যবসায়ী নির্মল চন্দ্র মন্ডল। সেতুর ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই তিনি প্রাণ হারান।
পরে স্থানীয় লোকজন নিকটস্থ ফাঁড়ি, থানা পুলিশ ও ফায়ার সার্ভিসকে সংবাদ দিলে তারা ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে। নিহত ওই সবজি ব্যবসায়ী নাজিরপুর উপজেলার কলারদোয়ানিয়া গ্রামের মৃত অতুল চন্দ্র মন্ডলের ছেলে নির্মল চন্দ্র মন্ডল। ১০-১২ বছর ধরে বৈঠাকাটা থেকে সবজি এনে এ অঞ্চলের বিভিন্ন হাটবাজারে বিক্রি করতেন তিনি। ঘটনার দিন ফুলহাতা বাজারে সবজি বিক্রি করে রাতে সেতুর নিচে নিজ নৌকায় ঘুমিয়ে ছিলেন।
নিহতের মেঝো ভাই শ্যামল মন্ডল, ছোট ভাই মনিরাজ মন্ডল বলেন, তাদের পরিবারে ৪ ভাইয়ের মধ্যে নির্মল চন্দ্র মন্ডল বড়। ১০ দিন পূর্বে বাড়ি থেকে কাঁচা তরকারি বিক্রি করার জন্য এসেছিলেন ফুলহাতা বাজারে। তার পরিবারে রয়েছে স্ত্রী কনক রানী, ছেলে রাজীব মন্ডল (ঢাকা মেডিকেল কলেজের শিক্ষার্থী) ও মেয়ে সাগরিকা মন্ডল (বরিশাল নার্সিং কলেজের শিক্ষার্থী)।
মোরেলগঞ্জ থানার ওসি মো. মতলুবর রহমান জানান, মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে খবর পাঠানো হয়েছে। তাদের উপস্থিতিতে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
এ বিষয়ে মোরেলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাবিবুল্লাহ বলেন, সেতু ভেঙে পড়ার ঘটনায় একজনের মৃত্যু হয়েছে। নৌকায় অন্য কেউ ছিলেন না। তার পরিবারে সংবাদ পাঠানো হয়েছে, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
এ ঘটনায় এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে এবং সেতুটির নিরাপত্তা ও নৌযান চলাচলের নিয়মশৃঙ্খলা নিয়ে প্রশ্ন উঠেছে।