রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিবেদক
প্রকাশ : ২৮ জুন ২০২৫ ২০:০৫ পিএম
আপডেট : ২৮ জুন ২০২৫ ২০:২৩ পিএম
নারায়ণগঞ্জের রূপগঞ্জে মাতলামির প্রতিবাদ করায় নেশাগ্রস্ত এক যুবকের গুলিতে ইয়াছিন ও শিপন নামে দুই যুবক গুলিবিদ্ধ হয়েছেন। গুরুতর অবস্থায় তাদের একজনকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে এবং অপরজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
শুক্রবার (২৭ জুন) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার মুড়াপাড়া টঙ্গীর ঘাট এলাকায় এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ ইয়াছিন মুড়াপাড়ার হাউলিপাড়া এলাকার ইদু মিয়ার ছেলে এবং শিপন টঙ্গীর ঘাট এলাকার আলাউদ্দিনের ছেলে, যিনি ইয়াছিনের খালাতো ভাই।
স্থানীয়রা জানায়, ইয়াছিন ও তার স্ত্রী একটি বিয়ের অনুষ্ঠান শেষে বোনের বাড়িতে যাচ্ছিলেন। পথে স্থানীয় এক যুবক সোহরাব মাদকাসক্ত অবস্থায় তাদের উদ্দেশে অশালীন ভাষায় গালিগালাজ করে। ইয়াছিন প্রতিবাদ করলে সোহরাব উত্তেজিত হয়ে পড়ে। এরপর ইয়াছিন খালাতো ভাই শিপনকে সঙ্গে নিয়ে স্থানীয়দের বিষয়টি জানান। কিছুক্ষণ পর নেশাগ্রস্ত সোহরাব একটি পিস্তল দিয়ে তাদের লক্ষ্য করে গুলি চালায়। এতে ইয়াছিন ও শিপন গুলিবিদ্ধ হন। আত্মীয়স্বজনরা ঘটনাস্থলে এসে তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। তবে শিপনের শারীরিক অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম জানান, ঘটনাস্থল থেকে গুলির খোসা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদে তিনজনকে আটক করা হয়েছে এবং আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।