আবু সাঈদ হত্যা মামলা
রংপুর অফিস
প্রকাশ : ২৮ জুন ২০২৫ ২০:০০ পিএম
আপডেট : ২৮ জুন ২০২৫ ২০:২৪ পিএম
আবু সাঈদ হত্যা মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে গণশুনানির দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছেন শিক্ষার্থীরা। শনিবার (২৮ জুন) দুপুরে বিশ্ববিদ্যালয়ের মিডিয়া চত্বরে অবস্থান নিয়ে বিক্ষোভসহ নানা ধরনের স্লোগান দিতে থাকেন তারা।
কর্মসূচিতে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী কানিজ ফাতেমা, খাদিজা আক্তার, নুরুন্নবী, আফরিন প্রমুখ।
এ সময় বক্তারা বলেন, পুলিশের গুলিতে আবু সাঈদ শহীদ হয়েছে। এ মামলার মূল আসামিরা এখনও পলাতক রয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর ঢাকায় বসে তদন্ত প্রতিবেদন তৈরি করেছেন। আবু সাঈদ হত্যাকাণ্ডে জড়িত পুলিশ বহাল তবিয়তে রয়েছে। আর সাজা পাচ্ছেন বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের দায়িত্বপ্রাপ্তরা। আমরা চাই এ মামলায় যার যতটুকু অপরাধ, তাকে ততটুকু সাজা দেওয়া হোক। কেউ যেন লঘু অপরাধে গুরুদণ্ড না পায়।
বক্তারা আরও বলেন, সাবেক প্রক্টরকে আবু সাঈদ হত্যা মামলার ইন্ধনদাতা ও পরিকল্পনাকারী হিসেবে উল্লেখ করা হয়েছে। গ্রেপ্তার হওয়া ছাত্রলীগ নেতা ইমরান চৌধুরী আকাশকে বেরোবি ছাত্রলীগের সাধারণ সম্পাদক হিসেবে চার্জশিটে বলা হয়েছে। এ থেকে বোঝা যায় এ মামলার সুষ্ঠু তদন্ত হয়নি। ট্রাইব্যুনাল তড়িঘড়ি করে বিশ্বকে দেখাতে চাচ্ছে তারা আবু সাঈদ হত্যার বিচার করছে। এ সময় আন্দোলনকারীরা দ্রুত আবু সাঈদ হত্যা মামলার গণশুনানির দাবি জানান।