× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা ধর্ম ফিচার ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

টাঙ্গাইলের যৌনপল্লীতে পুড়ল ২২টি ঘর

টাঙ্গাইল প্রতিবেদক

প্রকাশ : ২৮ জুন ২০২৫ ১৯:৫৯ পিএম

আপডেট : ২৮ জুন ২০২৫ ২০:২৫ পিএম

টাঙ্গাইলের যৌনপল্লীতে পুড়ল ২২টি ঘর

টাঙ্গাইলের যৌনপল্লীতে অগ্নিকাণ্ডে তিনটি বাড়ির ২২টি ঘর পুড়ে ছাই হয়ে গেছে। শনিবার (২৮ জুন) সকালে টাঙ্গাইল শহরের কান্দাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার বেলা সাড়ে ১১টার দিকে একটি ঘরে গ্যাস সিলিন্ডারে রান্না করা হচ্ছিল। এ সময় হঠাৎ সিলিন্ডার বিস্ফোরিত হয়ে আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। সেখানকার লোকজন পানি দিয়ে আগুন নেভাতে চেষ্টা করে ব্যর্থ হন। পরে খবর পেয়ে টাঙ্গাইল ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

আগুনে ঘরগুলোতে থাকা নগদ টাকা, আলমারি, টিভি, ফ্রিজ, সুকেসহ আসবাবপত্র পুড়ে ছাই হয়ে গেছে। এতে কী পরিমাণ ক্ষতি হয়েছে তা তাৎক্ষণিক জানা যায়নি।

ক্ষতিগ্রস্তরা জানান, এক ঘণ্টার আগুনে তাদের সব পুড়ে ছাই হয়েছে। তারা কীভাবে দিন পার করবেন, তা নিয়ে দুঃশ্চিন্তায় রয়েছেন। সরকারের পক্ষ থেকে সহযোগিতার দাবি করেন তারা।

টাঙ্গাইল ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার এসএম হুমায়ুন বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ৪টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। পাশে পুকুর থাকায় এবং স্থানীয়রা সহযোগিতা করায় দ্রুত আগুন নিয়ন্ত্রণে এসেছে। তাৎক্ষণিক এতে ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করা যায়নি।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা